বিশ্বের উষ্ণতম রাজস্থানের চুরু! তালিকার ১৫টি উষ্ণতম অঞ্চলের মধ্যে ১০টি-ই রয়েছে ভারতে!

| May 28, 2020, 21:20 PM IST
1/5

বিশ্বের উষ্ণতম রাজস্থানের চুরু!

বিশ্বের উষ্ণতম রাজস্থানের চুরু!

মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে উষ্ণ অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে। থর মরুভূমির ‘প্রবেশদ্বার’ রাজস্থানের চুরু। জয়পুরের থেকে ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই অঞ্চলে মঙ্গলবারের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।

2/5

বিশ্বের উষ্ণতম অঞ্চলের ১০টি-ই রয়েছে ভারতে!

বিশ্বের উষ্ণতম অঞ্চলের ১০টি-ই রয়েছে ভারতে!

চুরু ছাড়াও রাজস্থানের বিকানির (৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস), পিলানি (৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং গঙ্গানগরের (৪৭ ডিগ্রি সেলসিয়াস) নামও বিশ্বের উষ্ণতম প্রথম ১৫টি শহরের তালিকায় রয়েছে।

3/5

বিশ্বের উষ্ণতম অঞ্চলের ১০টি-ই রয়েছে ভারতে!

বিশ্বের উষ্ণতম অঞ্চলের ১০টি-ই রয়েছে ভারতে!

বিশ্বের উষ্ণতম প্রথম ১৫টি শহরের তালিকায় ১০টি ভারতে আর বাকি পাঁচটি শহর বা এলাকা পাকিস্তানে অবস্থিত।

4/5

বিশ্বের উষ্ণতম অঞ্চলের ১০টি-ই রয়েছে ভারতে!

বিশ্বের উষ্ণতম অঞ্চলের ১০টি-ই রয়েছে ভারতে!

বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় রয়েছে হরিয়ানার হিসার (৪৮ ডিগ্রি সেলসিয়াস), নয়াদিল্লি (৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস), উত্তরপ্রদেশের বান্দা (৪৮ ডিগ্রি সেলসিয়াস), ঝাঁসি (৪৭ ডিগ্রি সেলসিয়াস), সোনেগাও (৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস) আর আকোলা (৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস)।

5/5

বিশ্বের উষ্ণতম অঞ্চলের ১০টি-ই রয়েছে ভারতে!

বিশ্বের উষ্ণতম অঞ্চলের ১০টি-ই রয়েছে ভারতে!

আন্তর্জাতিক আবহাওয়া মনিটরিং-এর ওয়েবসাইট ‘এল ডোরাডো’-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজস্থানের চুরুর পরেই রয়েছে পাকিস্তানের উষ্ণতম এলাকা জাকোবাবাদের নাম।