Horoscope Today: আর্থিক লেনদেনে সতর্ক থাকুক কর্কট, প্রণোচ্ছল দিন মিথুনের! পড়ুন রাশিফল

Sep 06, 2022, 23:51 PM IST
1/12

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

শক্তি পুনরুদ্ধার করতে বিশ্রাম নিন। আর্থিক অবস্থা অনুকূলে থাকার সম্ভাবনা কম।

2/12

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

স্বাস্থ্য ভালো থাকবে। অফিসের  সহকর্মী আপনার মূল্যবান কোনও জিনিস চুরি করতে পারেন। সতর্ক থাকুন।  

3/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন। আজ বেশিরভাগ জিনিস আপনা ইচ্ছামতো হবে। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন।

4/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

স্বাস্থ্য পুনরুদ্ধারের পক্ষে সেরা দিন। আর্থিক লেনদেন ও চুক্তিতে সই করার সময়ে সতর্ক থাকুন। অর্থ হ্রাসের সম্ভাবনা।

5/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

স্বাস্থ্য ভালোই থাকবে। যাঁরা বিবাহিত, তাঁদের সন্তানদের লেখাপড়ায় অতিরিক্ত ব্যয়।

6/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

দুর্দশাগ্রস্ত কাউকে সাহায্য করুন। পুরনো বিনিয়োগে লাভের সম্ভাবনা।  

7/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

স্বাস্থ্য নিয়ে অহেতুক চিন্তা করবেন না। নিজের মনোবল ও উদ্দীপনা জাগিয়ে তুলুন। আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তায় ব্যাঘাত ঘটাবে।  

8/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

স্বাস্থ্য় ভালোই থাকবে। জীবনের প্রতি যত্নশীল হোন।  

9/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

বিশেষ কারও অভাব অনুভব করবেন। অফিসের সহকর্মী মূল্যবান সামগ্রী চুরি করতে পারেন।  

10/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

বন্ধুদের সঙ্গে আনন্দ সফরে ভারমুক্ত হবেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা।

11/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

নিরাপত্তাহীনতায় উদ্বেগ বাড়বে। আর্থিক দিক শক্তিশালীর করার ব্য়াপারে কারও পরামর্শ পেতে পারেন।

12/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

খাদ্য়তালিকা নিয়ন্ত্রণ রাখুন। শরীরকে সুস্থ রাখতে ব্য়ায়াম করুন। আর্থিক অবস্থা অনুকূল থাকার সম্ভাবনা কম।