Hoichoi Awards 2020: স্বস্তিকা, সৌরভ, সৃজিত, অনির্বাণদের ঝুলিতে এল পুরস্কার, কে কী পেলেন?

Jan 05, 2021, 15:33 PM IST
1/17

'তাসের ঘর' ওয়েব ফিল্মের জন্য পারফরম্যান্স অফ দ্যা ইয়ার (মহিলা) অ্যাওয়ার্ড পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

2/17

'তানসেনের তানপুরা' ওয়েব সিরিজের জন্য পারফরম্যান্স অফ দ্যা ইয়ার (পুরুষ) অ্যাওয়ার্ড পেয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়।

3/17

'রবিবার' ও 'গুমনামী' ছবির জন্য পারফরম্যান্স অফ দ্যা ইয়ার (পুরুষ) অ্যাওয়ার্ড পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

4/17

'কণ্ঠ' ছবির জন্য পারফরম্যান্স অফ দ্যা ইয়ার (মহিলা) অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। 

5/17

'মন্টু পাইলট'-এর জন্য ব্রেক -থ্রু পারফরম্যান্স অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সৌরভ দাস।

6/17

'হইচই' মোস্ট আউটস্ট্যান্ডিং ফার্স্ট অ্যপিয়ারেন্স (মহিলা) পেয়েছেন তুহিনা দাস ও রূপসা চট্টোপাধ্যায়।

7/17

'হইচই' মোস্ট আউটস্ট্যান্ডিং ফার্স্ট অ্যপিয়ারেন্স (পুরুষ) পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অঙ্কুশ।

8/17

'একেন বাবু' চরিত্রটির জন্য 'হইচই' মোস্ট লাভড ক্যারেক্টার অ্যাওয়ার্ড পেয়েছেন অনির্বাণ চক্রবর্তী। 

9/17

 'লাভ আজ কাল পরশু' ছবির জন্য 'হইচই' কাপল অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন মধুমিতা সরকার ও অর্জুন চক্রবর্তী।

10/17

'শব্দজব্দ' ও 'মিসম্যাচ৩'র জন্য 'হইচই' ডিভা অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী পায়েল সরকার। 

11/17

'হইচই' টপ-স্লট মুভি-এর তালিকায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'কণ্ঠ', প্রতীম ডি গুপ্তা পরিচালিত 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য', কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালক 'নগরকীর্তন'।

12/17

'হইচই' টপ-স্লট সিরিজ-এর তালিকায় রয়েছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'মন্টু পাইলট', সানি ঘোষ রায় পরিচালিত 'বন্য প্রেমের গল্প', মৈনাক ভৌমিকের ব্রেক-আপ স্টোরি। 

13/17

'হইচই' মোস্ট ওয়ানটেড অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়।   

14/17

'হইচই' মোস্ট ডিসায়ার্ড অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 

15/17

মোস্ট ওয়াচড সিনেমা হিসাবে বেছে নেওয়া হয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সৃজিত মুখোপাধ্যায়ের 'দ্বিতীয় পুরুষ'। 

16/17

মোস্ট ওয়াচড অরিজিনাল ফিল্ম হিসাবে বেছে নেওয়া হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত পরিচালক সুদীপ্ত রায়ের তাসের ঘর। 

17/17

মোস্ট ওয়াচড ওয়েব সিরিজ হিসাবে বেছে নেওয়া হয়েছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত, পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের 'তানসেনের তানপুরা'