ইলিশ-চিংড়ির পঞ্চব্যঞ্জন পৌঁছে যাবে ঘরেই, সাবেকিয়ানার রকমারি মেনু নিয়ে ময়দানে মদন মিত্র

Sep 13, 2020, 21:09 PM IST
1/6

১১৭বছরের ঐতিহ্যবাহী ক্লাব অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। মা ঠাকুমাদের হাতে সাবেকিয়ানার মেনু নিয়ে এবার ছুটবে রাস্তায়।   

2/6

মহালয়া প্রাক্কালে তারই শুভ উদ্ধোধন। হবে ইলিশ চিংড়ির হাড্ডাহাড্ডি লড়াই।   

3/6

মেনুতে লবস্টার থেকে পাঁঠার মাংস। পটলের দরমা থেকে ভেটকি পাতুরি। থাকবে মুড়িঘন্ট থেকে মাছের মাথার ডাল বড় সাইজের কাতলা মাছের মাথা। থাকবেও  কাঁকড়াও।   

4/6

আড্ডায় পুরনো থেকে নতুন প্রজন্মের সেলিব্রেটিরা। পুরনো দিনের রেডিওতে বাজবে বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠে মহালয়া।   

5/6

বাজবে ঢাক। শোনা যাবে প্রয়াত সুচিত্রা সেনের কন্ঠের গান।   

6/6

এবার যা খেতে চান বাড়ি বসেই পেয়ে যান। পুজোর আগে ইলিশ চিংড়ি আরও হাজারো পদ নিয়ে হাজির মদন মিত্র।