পথশিশুদের চোখে 'রুপোলি শস্যের স্বপ্ন' বুনে দেওয়ার অনন্য আয়োজন শহরে...

Hilsa Festival Street Children: এ শহরের পথশিশুরা জীবনের অনেক কিছু থেকেই বঞ্চিত। বাংলায় ইলিশের ছড়াছড়ি, শহরে ইলিশ উৎসব। কিন্তু তাতে অংশ নিতে পারছে না পথশিশুরা। তাদের কথা ভেবে আয়োজিত হচ্ছে ইলিশ উৎসব। শহরে এই প্রথম!

| Aug 22, 2023, 13:52 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ওদের-আমাদের'-- ভাবনাটাই আপত্তিকর। কিন্তু অনেক সময়েই এই বিভাজনটা উঠে পড়ে। সমাজের বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষদের সঙ্গে অন্য গোষ্ঠীর একটা মূলগত ফারাক থেকেই যায়। যেমন এ শহরের পথশিশু। তারা জীবনের অনেক কিছু থেকেই বঞ্চিত। এখন বাংলায় ইলিশের ছড়াছড়ি। শহরের আনাচে-কানাচে চলছে ইলিশ উৎসব। কিন্তু তাতে অংশ নিতে পারছে না পথশিশুরা। তাই তাদের কথা ভেবে এ শহরে আয়োজিত হচ্ছে পথশিশুদের জন্য ইলিশ উৎসব। শহরে এই প্রথম। 

1/6

মাদার টেরিজার জন্মদিন উপলক্ষ্যে

মাদার টেরিজার জন্মদিন উপলক্ষ্যে এ শহরে এই প্রথম পথশিশুদের জন্য ইলিশ উৎসব হতে চলেছে। 

2/6

শনিবার কলেজ স্কোয়ারে

আগামী ২৬ অগস্ট, শনিবার কলেজ স্কোয়ারে বেলা ১২টায় শুরু হবে এই  উৎসব। 

3/6

একসাথে ইলিশে

এই আয়োজনের প্রচারপত্রে খুব সুন্দর করে লেখা হয়েছে-- 'সক্কলে মিলেমিশে একসাথে ইলিশে'।

4/6

চোখে রুপোলি স্বপ্ন

লেখা হয়েছে 'আসুন সবাই মিলে ছোট্ট শিশুদের চোখে বুনে দিই রুপোলি স্বপ্ন'। 'রুপোলি স্বপ্ন'ই বটে। ইলিশকে তো বলাই হয় জলের রুপোলি শস্য। 

5/6

আয়োজনে 'কফি হাউস'

এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজক 'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোশিয়েশন'। 

6/6

পথশিশুদের মুখে হাসি

এখন দেখার অনন্য এই আয়োজন কতটা সফল হয়, পথশিশুদের মুখের হাসি কতটা চওড়া হয়, কতটা আনন্দ তারা পায়!