করোনাভাইরাস সংক্রমিত হতে পারে স্মার্টফোন থেকেও! জেনে নিন ফোনকে জীবানুমুক্ত রাখার উপায়
|
Mar 17, 2020, 18:38 PM IST
1/5
ফোনকে জীবানুমুক্ত রাখার উপায়
করোনাভাইরাস সংক্রমিত হতে পারে আপনার স্মার্টফোন থেকেও। সংক্রমণ এড়াতে স্মার্টফোনকে জীবানুমুক্ত করার স্মার্ট উপায় বাতলে দিল Apple। এই পদ্ধতিগুলি মেনে চললে যে কোনও ফোনকেই জীবানুমুক্ত, পরিষ্কার রাখা সম্ভব।
2/5
ফোনকে জীবানুমুক্ত রাখার উপায়
আইফোনের বাইরের অংশগুলি পরিষ্কার করার জন্যে ব্যবহার করতে পারেন ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ বা ক্লোরক্স ডিসইনফেক্টিং ওয়াইপস।
photos
TRENDING NOW
3/5
ফোনকে জীবানুমুক্ত রাখার উপায়
তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পরিষ্কার করার জন্যে ব্লিচ কখনওই ব্যবহার করা উচিত নয়। শুধু তাই নয় হাইড্রোজেন পারক্সাইড রয়েছে এমন ক্লিনার, উইন্ডো ক্লিনার বা ঘর পরিষ্কার করার ক্লিনার দিয়ে কখনও পরিষ্কার একেবারেই ফোন পরিষ্কার করা উচিত নয়।
4/5
ফোনকে জীবানুমুক্ত রাখার উপায়
পরিষ্কার করার সময় সমস্ত কেবল আনপ্লাগ করে ফোনটি বন্ধ করে এবার নরম, সামান্য ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে লেন্সের কাপড় হলে খুব ভাল হয়।
5/5
ফোনকে জীবানুমুক্ত রাখার উপায়
ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার না করাই উচিত। পাশাপাশি খেয়াল রাখতে হবে ফোনের কোনও খোলা মুখে যেন আর্দ্রতা স্পর্শ না করে। এই গাইডলাইন মেনে চললে খুব সহজেই সংক্রমণ এড়াতে পারবেন।