বাড়ায় ক্যানসারের ঝুঁকি! বাংলায় বিপজ্জনক নোটিফায়াবেল ডিজিজের তালিকায় নয়া ২ রোগ

Mar 25, 2023, 12:50 PM IST
1/6

বাংলায় নোটিফায়াবেল ডিজিজ আরও ২

Bengal 2 more Notifiable Disease

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় নোটিফায়াবেল রোগের তালিকায় যুক্ত হল আরও দুটি নাম। হেপাটাইটিস বি ও সি-ও এখন বাংলায় নোটিফায়াবেল রোগ।

2/6

বাংলায় নোটিফায়াবেল ডিজিজ আরও ২

Bengal 2 more Notifiable Disease

কী এই নোটিফায়াবেল ডিজিজ? নোটিফায়াবেল ডিজিজ হল সেই রোগ আইন অনুসারে যে রোগ সম্পর্কে সরকারকে জানাতে হয়।   

3/6

বাংলায় নোটিফায়াবেল ডিজিজ আরও ২

Bengal 2 more Notifiable Disease

সেই কারণেই স্বাস্থ্য দফতর একটি ফরম্যাট শেয়ার করেছে। যার মাধ্যমে প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্র ও ডায়াগনিস্টিক সেন্টারকে এই দুই ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে তার তথ্য সরকারকে জানাতে হবে। 

4/6

বাংলায় নোটিফায়াবেল ডিজিজ আরও ২

Bengal 2 more Notifiable Disease

প্রসঙ্গত, হেপাটাইটিস বি ও সি-এর সংক্রমণের ফলে পরবর্তীতে লিভার ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। যে কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুরুতেই রোগীর রোগ নির্ণয়, মোকাবিলা ও চিকিত্সার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

5/6

বাংলায় নোটিফায়াবেল ডিজিজ আরও ২

Bengal 2 more Notifiable Disease

প্রসঙ্গত, পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় হেপাটাইটিস বি-এর সংক্রমণ ১.৩ শতাংশ। দেশে যেখানে গড়ে ১ শতাংশ। অন্যদিকে, বাংলায় হেপাটাইটিস সি-এর সংক্রমণ ০.৩ শতাংশ। দেশে সেটাই ০.৭ শতাংশ।

6/6

বাংলায় নোটিফায়াবেল ডিজিজ আরও ২

Bengal 2 more Notifiable Disease

বিশেষজ্ঞরা বলছেন, এটা পাহাড়ের চূড়া মাত্র হতে পারে। কারণ অনেক ক্ষেত্রেই প্রথমদিকে রোগের কোনও বহিঃপ্রকাশ থাকে না। উপসর্গহীন থাকে রোগী। ফলে রোগ নির্ণয় হতেও দেরি হয়ে যায়।