WB Weather Update: নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন ভাসবে কোন কোন জেলা

Nov 15, 2023, 07:43 AM IST
1/5

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ ১৫ নভেম্বর সেটি শক্তি বাড়িয়ে প্রথমে পশ্চিম ও বিকেলের পর উত্তর-পশ্চিম দিকে এগোবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এরপর দিক পরিবর্তন করে তা আরো উত্তর-পশ্চিমের দিকে এগোবে। কাল ১৬ নভেম্বর পুরোপুরি দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে। পরশু ১৭ নভেম্বর সেটি ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে। -তথ্য-অয়ন ঘোষাল

2/5

নিম্নচাপের প্রভাবে এরাজ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূল ও ওড়িশা লাগোয়া জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। শনিবার সন্ধ্যার পর কমবে বৃষ্টি। রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গের পারদ নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। -তথ্য-অয়ন ঘোষাল

3/5

আজ ১৫ নভেম্বরে বিকেলের মধ্যে বঙ্গোপসাগরে জীবিকার উদ্দেশ্যে যাওয়া সকল মৎস্যজীবিকে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। কাল ১৬ নভেম্বর থেকে শনিবার ১৮ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। -তথ্য-অয়ন ঘোষাল

4/5

কবে কোথায় কেমন বৃষ্টি? আজ ১৫ নভেম্বর বুধবার হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। এর মধ্যে উপকূল ঘেঁষা এলাকায় বেশি বৃষ্টি। কাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। এদিন ইডেনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আছে। ম্যাচ চলাকালীন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মাঝে মাঝে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। -তথ্য-অয়ন ঘোষাল

5/5

১৭ নভেম্বর শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া  জেলাতে। ১৮ নভেম্বর শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাকি গাঙ্গেয় সহ দক্ষিণবঙ্গে শনিবার আর সেভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। -তথ্য-অয়ন ঘোষাল