WB Weather Update: এখনই থামছে না বৃষ্টি, দুর্ভোগ কমবে কবে, জানাল আবহাওয়া দফতর

Oct 03, 2023, 18:28 PM IST
1/6

নিম্নচাপের অবস্থান বর্তমানে দক্ষিণ ঝড়খণ্ডের উপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস-আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক

2/6

মঙ্গলবার ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে আজ। -তথ্য-সন্দীপ প্রামাণিক  

3/6

নিম্নচাপ আগামিকাল আমাদের রাজ্যের কাছে আসবে। বুধবার সবচেয়ে বেশি বৃষ্টি হবে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বাকি দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক

4/6

আগামী ৫ অক্টোব উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ৩-৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি জারি থাকবে। ৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক  

5/6

উত্তরবঙ্গের ক্ষেত্রে তিন থেকে পাঁচ সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। ৩ তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ৪ তারিখে মালদহ, ও দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। -তথ্য-সন্দীপ প্রামাণিক

6/6

এই কদিন বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই জায়গাতেই চলবে। বৃষ্টির ফলে উত্তরের পাহাড়ি এলাকায় ধ্বসের সম্ভাবনা এবং নদীর জলস্তর বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা যাওয়ার এখন কোনও সম্ভাবনা নেই। -তথ্য-সন্দীপ প্রামাণিক