যে সব হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে, দেখে নিন এক নজরে

Apr 29, 2019, 08:19 AM IST
1/8

Urmila_1

উর্মিলা মাতুন্ডকর: মুম্বই নর্থ থেকে কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতুন্ডকরের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ওই কেন্দ্রের সাংসদ তথা বিজেপি প্রার্থী গোপাল শেট্টির বিরুদ্ধে লড়ছেন তিনি।

2/8

Dimpal_2

ডিম্পল যাদব: কৌনজ কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের আজ ভাগ্যনির্ধারণ। উত্তর প্রদেশের ১৩টি আসনে ভোটগ্রহণ চলছে।

3/8

Kanhaiya_3

কানহাইয়া কুমার: দেশের চোখ রয়েছে বিহারের বেগুসরাই কেন্দ্রের দিকে। আজ, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির হেভিওয়েট প্রার্থী গিরিরাজ সিংয়য়ের মুখোমুখি সিপিআই-এর কানহাইয়া কুমার।

4/8

Giriraj_4

গিরিরাজ সিং: নিজের কেন্দ্র না হলেও জোর টক্কর দেওয়ার ক্ষমতা রাখছেন বিজেপি সাংসদ তথা প্রার্থী গিরিরাজ সিং। তাঁর বিপক্ষে দাঁড়িয়েছেন সিপিএম-র তরুণ তুর্কি প্রার্থী কানহাইয়া এবং আরজেডির তানবীর হুসেন।

5/8

Priya_5

প্রিয়া দত্ত: মুম্বই নর্থ সেন্ট্রাল থেকে প্রার্থী সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত। এই কেন্দ্র থেকে ২০০৯ সালে জিতেছিলেন। যদিও পরের বার বিজেপির পুনম মহাজনের কাছে হারেন তিনি। এবারে ফের তাঁর মুখোমুখি প্রিয়া দত্ত।

6/8

Poonam_6

পুনম মহাজন:প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী প্রমোদ মহাজনের কন্যা পুনম দাঁড়িয়েছেন মুম্বই নর্থ সেন্ট্রাল কেন্দ্র থেকে। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রিয়া দত্ত। ওই কেন্দ্র থেকে ২০১৪ সালে প্রায় ২ লক্ষ ভোটে হারান প্রিয়া দত্তকে। 

7/8

Kamal_7

কমল নাথ: মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীর আজ ভাগ্য নির্ধারণ। ছিন্দবাড়া বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন তিনি। এই উপনির্বাচনে তাঁর ভাগ্য কী হয়, সে দিকে নজর রয়েছে দেশের। ছিন্দবাড়া লোকসভা কেন্দ্রে লড়ছেন তাঁর পুত্র নকুল নাথ।

8/8

Vaivab_8

বৈভব গেহলট: জোধপুর কেন্দ্র কার্যত বিজেপির দুর্গ। ওই কেন্দ্র থেকে ২০১৪ সালে ব্যাপক ভোটে জিতেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। তাঁর বিরুদ্ধে এবারের দাঁড়িয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোগ গেহলটের পুত্র বৈভব গেহলট।