গত ৭ দিনে ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আমেরিকা, ব্রাজিলের চেয়েও বেশি! জানাল WHO

| Aug 12, 2020, 11:09 AM IST
1/4

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। প্রতিদিনই ৫০-৬০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। বিগত ৭ দিনে ভারত মোট করোনা আক্রান্তের সংখ্যার বিচারে পিছনে ফেলে দিয়েছে আমেরিকা, ব্রাজিলকেও।

2/4

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য বলছে, গত ৭ দিনে ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আমেরিকা, ব্রাজিলের চেয়েও বেশি! জানা গিয়েছে, ৪ অগাস্ট থেকে ১০ অগাস্ট পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যার হিসাব ধরা হয়েছে এই তথ্যে। 

3/4

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, এই ৭ দিনে ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১১ হাজার ৩৭৯ জন। যেখানে আমেরিকায় এই ৭ দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৯ হাজার ৫৭৫ জন আর ব্রাজিলে এই সংখ্যাটা ৩ লক্ষ ৪ হাজার ৫৩৫।

4/4

৪ অগাস্ট থেকে ১০ অগাস্ট পর্যন্ত সারা বিশ্বের মোট করোনা আক্রান্তের মধ্যে ২৩ শতাংশ আর মৃতদের মধ্যে ১৫ শতাংশই ভারতে। অর্থাৎ, WHO-এর তথ্য অনুযায়ী, বিগত ৭ দিনে ভারতে করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।