করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে? জানিয়ে দিলেন থাইল্যান্ডের বিজ্ঞানীরা

| Jun 28, 2020, 21:55 PM IST
1/5

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

প্রথমে ইদুঁরদের উপর, পরে বাঁদরের উপর— দুই ক্ষেত্রেই ক্লিনিক্যাল ট্র্যায়ালে তাঁদের তৈরি করোনা প্রতিষেধকে আশানুরূপ ফল মিলেছে বলে দাবি করেছিলেন থাইল্যান্ডের বিজ্ঞানীরা। এ বার কবে থেকে এই টিকার হিউম্যান ট্রায়াল শুরু হতে পারে, সে বিষয়ে ইঙ্গিত মিলল।

2/5

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

টিকার গবেষণা দলের প্রধান চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় (Chulalongkorn University) গবেষক কিয়াথ রুক্সরাংথাম (Kiat Ruxrungtham) জানান, অক্টোবর মাসের শুরুতেই থাইল্যান্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু হতে পারে।

3/5

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

এর আগে থাইল্যান্ডের উচ্চশিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী সুভিট মেয়সিনসি জানান, বাঁদরের উপর এই প্রতিষেধক প্রয়োগের ফলাফল বেশ ভাল। সবকটি বাঁদরের শরীরেই করোনার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।

4/5

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

থাইল্যান্ডের উচ্চশিক্ষা ও বিজ্ঞান মন্ত্রী সুভিট মেয়সিনসি জানান, আরও একবার এই টিকার দ্বিতীয় জোড প্রয়োগ করা হবে ওই বাঁদরগুলির উপর। ওই ট্র্যায়ালেও সাফল্য পেলে আগামী অক্টোবরের মধ্যে মানুষের শরীরে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ করা হতে পারে।

5/5

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল কবে থেকে?

থাইল্যান্ডের দুটি সংস্থা করোনা প্রতিষেধক তৈরি নিয়ে গবেষণা চালাচ্ছে। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যেই থাইল্যান্ডও করোনা প্রতিষেধক তৈরির কাজে সাফল্য পাবে।