প্রাণে বাঁচতে দিনে ২০ লিটার জল খেতেই হয়! বিরল রোগে আক্রান্ত এই যুবক
|
Aug 05, 2020, 17:30 PM IST
1/5
সারা দিনে বড়জোর ঘণ্টা দুয়েক ঘুমের ফুরসৎ মেলে। কারণ, এর বেশি সময় একটানা জল না খায়ে থাকতে পারেন না ৩৬ বছরের এই যুবক। ঘণ্টা দুয়েকের মধ্যেই তেষ্টায় গলা-বুক যেন শুকিয়ে কাঠ হয়ে যায়!
2/5
বিরল রোগে আক্রান্ত এই জার্মান যুবকের নাম মার্ক উব্বেনহোর্স্ট। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ‘ডায়াবেটিস ইনসিপিডাস’-এ আক্রান্ত।
photos
TRENDING NOW
3/5
জল খাওয়ার পর পরই মার্কের প্রস্রাব পেয়ে যায়। ঘন ঘন তেষ্টা পেলেও তাঁর শরীর কিছুতেই ওই জল ধরে রাখতে পারে না।
4/5
চিকিৎসকরা জানাচ্ছেন, অসুখের কারণে এই ভাবে প্রতিদিন অস্বাভাবিক পরিমাণে জল খাওয়ার ফলে রাতারাতি শরীরের সোডিয়াম লেভেল কমে গিয়ে বড়সড় বিপদ ঘনাতে পারে। আক্রান্ত হতে পারে মার্কের মস্তিষ্কও।
5/5
এই রোগের কোনও সঠিক চিকিৎসার খোঁজ এখনও সে ভাবে দিতে পারেননি চিকিৎসকরা। তবে এই সমাধান সন্ধানে চেষ্টা চালাচ্ছেন তাঁরা।