লেবাননের বেইরুটে বিস্ফোরণ, প্রার্থনা বলি তারকাদের

Aug 05, 2020, 18:27 PM IST
1/10

মঙ্গলবার লেবাননের রাজধানী বেইরুটে ভয়বহ বিস্ফোরণে প্রাণ হারান প্রায় ৭৮জন। আহত প্রায় ৪ হাজার মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বেইরুটে বিস্ফোরণের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকারাও। অভিনেত্রী মৌনি রায় লেখেন, ''লেবাননে এটা কী হচ্ছে? ''

2/10

হিনা খান লেখেন, ''এই ভিডিয়ো কল্পনারও অতীত। এই মুহূর্তে ওই দেশের মানুষ কী পরস্থিতিতে আছে জানি না। আমি বেইরুটের মানুষদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি। ''

3/10

নেহা ধুপিয়া লেখেন, বেইরুটে ভয়াবহ বিস্ফোরণের ভিডিয়ো, কী যে চলছে... সকলের জন্য প্রার্থনা করি।'' 

4/10

শিল্পা শেঠি লেখেন, ''এটা একটা ভয়ঙ্কর খবর। বেইরুটের প্রয়াতদের জন্য প্রার্থনা করি। বিস্ফোরণে যাঁরা আহত, তাঁদের জন্য প্রার্থনা করছি। আপনাদের পরিবারের প্রতি সমবেদনা রইল।''

5/10

ভূমি পেডনেকর লেখেন, ''আমাদের মেরুদণ্ডে শিহরণ জাগাচ্ছে। বেইরুটের মানুষদের জন্য সমবেদনা রইল। ২০২০ এত খারাপ, আর ভাবতে পারছি না।''

6/10

স্বরা ভাস্কর লেখেন, ''ভয়াবহ ও হৃদয় বিদারক! ভাবতেও পারছি না বেইরুটের এই ধ্বংসলীলার কথা।''

7/10

প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, এটা ভয়াবহ। ধ্বংসাত্মক। আক্রান্তদের জন্য রইল আমার ভালবাসা ও প্রার্থনা।  

8/10

ফারহান আখতার লেখেন, ''যখন যা কিছু দেখছি, মন তা বিশ্বাস করতে চায় না। বেইরুটের মানুষের জন্য চিন্তা হচ্ছে।''

9/10

গৌতম কার্তিক লেখেন, ''এটা ভয়াবহ, বেইরুটের মানুষদের জন্য প্রার্থনা করি।''

10/10

রকুল প্রীত সিং লেখেন, ''ভয়ঙ্কর হৃদয়বিদারক। কেন? দোহাই ২০২০ অনেক হয়েছে। আক্রান্তদের জন্য রইল প্রার্থনা।''