অন্দরসজ্জায় গাছের ব্যবহার রূপ বদলে দেয়। বাথরুমে কিছু গাছ তো এয়ার পিউরিফায়ারেরও কাজ করে। সেগুলো বাথরুমে থাকলে তো আরও ভাল! তবে বাথরুমের কোন কোন গাছ লাগাতে পারেন, বা গাছ লাগানোর জন্য কী কী প্রয়োজন?
photos
TRENDING NOW
3/9
হট ওয়াটার শাওয়ারের জন্য বাথরুম বেশ আর্দ্র হয়ে যায় এবং তাপমাত্রাও অনেকটাই বেড়ে যায়। যার ফলে বহু গাছই সেখানে বাড়তে পারে না। তাই কিছু ট্রপিক্যাল গাছ বাথরুমের জন্য ভাল!
4/9
অ্যালোভেরা গাছ তো প্রায় সব বাড়িতেই দেখা যায়। আর এই গাছ তো সব সমস্যার সমাধান। দারুণ উপকারী এই গাছ। অ্যালোভেরা জেল ভিটামিন ও মিনারেলে ভরপুর।বাড়ির বাথরুমেও রাখা যেতে পারে। বিশেষ করে বাথরুমের জানলার কাছে। কারণ এর জন্য কম জল লাগে। আর্দ্রতা সত্ত্বেও এই গাছ বেড়ে ওঠে।
5/9
অন্দরসজ্জার জন্য বাড়িতেই বাঁশ গাছ লাগিয়ে ফেলুন। বাথরুমের জন্যও কিন্তু দারুণ! কারণ কম আলোয় বেড়ে ওঠে এই গাছ।
6/9
বাথরুমে একটু ফুলের সাজ দিতে চান অথবা সবুজ ছাড়াও অন্য রঙের ছোঁয়া আনতে চান? তা হলে অর্কিড কিন্তু ভাল অপশন।
7/9
স্নেক প্ল্যান্টও বাথরুমের জন্য দারুণ অপশন। আর এই গাছ বেড়ে ওঠার জন্য খুব অল্প আলো আর জল লাগে। স্নেক প্ল্যান্ট দারুণ এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে।
8/9
ফার্ন গাছ লাগাতে পারেন। কম আলো আর প্রচণ্ড আর্দ্র আবহাওয়া আদর্শ এই গাছ।