ভারতের জামাই হলেন পাকিস্তানের হাসান আলি, শুভেচ্ছা জানালেন সানিয়া মির্জা

Aug 21, 2019, 17:09 PM IST
1/5

হাসান আলির বিয়ে

হাসান আলির বিয়ে

হরিয়ানার মেয়ে শামিয়া আরজুকে বিয়ে করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলি। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইঞ্জিনিয়র শামিয়ার সঙ্গে হাসানের বিয়ের খবর অবশ্য আগেই জানাজানি হয়েছিল। 

2/5

হাসান আলির বিয়ে

হাসান আলির বিয়ে

টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে বিয়ের কথা জানান হাসান। তার পরই তাঁকে শুভেচ্ছা জানান সানিয়া মির্জা। যিনি কিনা পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী। 

3/5

হাসান আলির বিয়ে

হাসান আলির বিয়ে

বিয়েতে শামিয়া ভারতীয় পোশাকে সেজেছিলেনolx। হাসানকে অবশ্য পাকিস্তানি পোশাকে দেখা গেল। হাসান এর আগে জানিয়েছিলেন, তাঁর পরিবারের কেউই এই বিয়ে নিয়ে প্রচার করতে চাননি। তবে সংবাদমাধ্যমে জানাজানি হয়ে যাওয়ায় হাসান আলি সাংবাদিক সম্মেলন করেছিলেন।

4/5

হাসান আলির বিয়ে

হাসান আলির বিয়ে

পাকিস্তানের হয়ে নয়টি টেস্ট ও ৫৩টি একদিনের ম্যাচ খেলেছেন হাসান। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হাসান। 

5/5

হাসান আলির বিয়ে

হাসান আলির বিয়ে

পাকিস্তানের বর। ভারতের কনে। হাসান আলি ও শামিয়ার বিয়ে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা চলছে।