তাজ্জব করার মতো পরিসংখ্যান! ভারতে কি দুর্বল হচ্ছে কোভিড?
Oct 02, 2020, 23:44 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: ভারতে কমছে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা। ১ অগাস্ট তা ছিল অ্যাক্টিভ কেসের হার ৩৩.৩২ শতাংশ। তা ৩০ সেপ্টেম্বর কমে হয়েছে ১৫.১১%। স্বাভাবিকভাবেই আশার আলো বিশেষজ্ঞমহলে। তাহলে কি ভারত কোভিডের সর্বোচ্চ পর্যায় পেরিয়ে চলেছে?
2/7
ভারতে কোভিডে সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। তা পৌঁছে গিয়েছে ৮৩.৩৩ শতাংশে। বর্তমানে আক্রান্ত (অ্যাক্টিভ কেস) ও সুস্থদের মধ্যে ফারাক ৪২ লক্ষ।
photos
TRENDING NOW
3/7
২২ সেপ্টেম্বরের পর থেকে অ্যাক্টিভ কেসের সংখ্যা নেমে গিয়েছে ১০ লক্ষের নীচে।