আর রাখঢাক নয়, এবার কংগ্রেসের যোগ দিতে চলেছেন হার্দিক প্যাটেল

Mar 10, 2019, 23:32 PM IST
1/6

লোকসভা ভোটের আগে কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছে পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। রাহুল গান্ধীর উপস্থিতিতে ১২ মার্চ হাত শিবিরে নাম লেখাবেন গুজরাটের নেতা। ওই দিন গান্ধীনগরে সভা করার কথা কংগ্রেস সভাপতির।

2/6

হার্দিক প্যাটেল টুইটারে লিখেছেন, সমাজ ও দেশের সেবা করতে ১২ মার্চ রাহুল গান্ধীর উপস্থিতিতে জাতীয় কংগ্রেসে যোগদান করতে চলেছি।            

3/6

লোকসভা ভোটে হার্দিক প্যাটেলকে সম্ভবত প্রার্থী করতে পারে কংগ্রেস। টুইটারে সেই ইঙ্গিত দিয়ে পাতিদার আন্দোলনের নেতা লিখেছেন, ''কোনও আইনি বাধা না থাকলে নির্বাচনী রাজনীতিতে দল নামাতে চাইলে সিদ্ধান্ত মেনে নেব। ১২৫ কোটি ভারতবাসীর সেবা করতে এই পদক্ষেপ করছি''। 

4/6

কিন্তু জনপ্রতিনিধি আইন অনুযায়ী, তাঁর নির্বাচনে প্রতিন্দ্বদ্বিতা নিয়ে রয়েছে প্রশ্ন। গতবছর জুলাইয়ে হিংসা ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে হার্দিককে দুবছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিসনাগরের দায়রা আদালত। তাঁর জেলযাত্রা স্থগিত থাকলেও নিরাপরাধ ঘোষিত হননি হার্দিক প্যাটেল। 

5/6

প্যাটেলদের সংরক্ষণের দাবিতে আন্দোলন করে উত্থান হার্দিক প্যাটেলের। তাঁকে কংগ্রেসের যোগদান করার অনুমোদন দিয়েছে পাতিদার আনামত আন্দোলন সমিতির নেতৃত্ব। 

6/6

পাতিদার আন্দোলনের নেপথ্যে কংগ্রেস রয়েছে বলে প্রথম থেকেই দাবি করে আসছিল বিজেপি। গত বিধানসভা ভোটে কংগ্রেসকে সমর্থন দিয়েছিলেন হার্দিক প্যাটেল। কিন্তু এবার তাঁর সরাসরি রাজনীতিতে যোগদানের সিদ্ধান্তের পর আরও একবার সেই অভিযোগ তুললেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁর কথায়, ''এবার প্রমাণ হয়ে গেল পাতিদার আন্দোলনের চিত্রনাট্য তৈরি করেছিল কংগ্রেস। হার্দিকের আন্দোলনের নেপথ্যে ছিল তারা। নিজের সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন হার্দিক। পাতিদার সম্প্রদায় উপযুক্ত জবাব দেবে হার্দিককে''।