মুকুলের সঙ্গে কেন? নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতাম: অধীর

Mar 10, 2019, 22:58 PM IST
1/5

মুকুল রায়ের সঙ্গে নৈশভোজের কথা রটিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে চাইছে তৃণমূল, রবিবার এমন অভিযোগই করলেন অধীর চৌধুরী। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, মুর্শিদাবাদের সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল। 

2/5

অধীর চৌধুরীর দিল্লির বাড়িতে নৈশভোজে মুকুল রায় আমন্ত্রিত বলে জল্পনা ছড়ায়। লোকসভার ভোটের মুখে এমন খবরে দুইয়ে-দুই চার করে নেয় রাজনৈতিক মহলের একাংশের। এদিন বহরমপুরে অধীর চৌধুরী বলেন, গ্যাঁজাখুরি গল্প। তৃণমূল পরিকল্পিতভাবে এসব ছড়াচ্ছে। কখনও আমাকে বিজেপি বলছে, কখনও সমাজবিরোধী কখনও আবার খুনি। সরাসরি রাজনৈতিক লড়াই করতে ওরা ভয় পাচ্ছে।

3/5

মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাতেই এমন করা হচ্ছে বলে দাবি করেন অধীর চৌধুরী। তাঁর কথায়, আমাকে বিজেপির লোক বললে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে তৈরি হবে বিভ্রান্তি। 

4/5

তাহলে কি মুকুলের সঙ্গে নৈশভোজ সারছেন না? অধীরের জবাব, আপনারা তো দেখতেই পাচ্ছেন কাল থেকে বহরমপুরে রয়েছি। আমার তো কোনও বিমান নেই, যে উড়ে যাব দিল্লিতে।                   

5/5

তাহলের মুকুলের সঙ্গে কথা হয়নি? অধীর বলেন, মুকুলের সঙ্গে খামোখা দেখা করব কেন? আমি চারবারের সাংসদ। আমার পরিচিতি রয়েছে। দেখা করার হলে অমিত শাহ, নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে করব।