ব্রিটিশ রাজপরিবারের ছোট রাজপুত্র প্রিন্স হ্যারি ও আমেরিকান অভিনেতা মেগান মার্কেলের বিয়ে রূপকথার গল্পকেও হার মানিয়ে যেতে পারে। ২০১৮ তে রাজপরিবারের এই রাজকীয় বিয়ে স্বপ্নের মত।
2/8
অ্যাকটিভিস্ট ও ফেমিনিস্ট হিসেবে সুপরিচিত এই অভিনেতার জন্ম নিয়েছেন ক্যালিফোর্নিয়ার Los Angeles এ। হাফ ব্ল্যাক ও হাফ হোয়াইট মেগান। তাঁর মা সমাজকর্মী এবং বাবা টমাস মার্কেল খেতাব পাওয়া লাইটিং ডিরেক্টর।
photos
TRENDING NOW
3/8
ব্লকবাস্টার সিনেমাতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। কাজ করেছেন লাইফস্টাইল ওয়েবসাইট ‘The Tig’-এর ফাউন্ডার এবং এডিটর-ইন-চিফ হিসেবে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন USA এর নেটওয়ার্কের শো ‘Suits’ থেকে।
4/8
প্রথম থেকেই লাইমলাইটে থাকা এ জুটি আংটিবদলের পরও ব্রিটিশ প্রোটোকল ভাঙার কারণে নেটিজেনদের দ্বারা সমালোচিতও হন তাঁরা।
5/8
মেগানের মেসি হেয়ার স্টাইল কিংবা জনসমক্ষে হাতে হাত রেখে হাঁটা,এমনকি বিয়ের আগে মেগানকে রয়্যাল হাউজে সময় কাটানোর আমন্ত্রণ জানিয়ে হ্যারিও নিজের পরিবারের প্রোটোকল ভেঙে জন্ম দিয়েছিলেন সমালোচনার।
6/8
বিয়ের ভেনু, পোশাক,হানিমুন, সন্তান জন্ম সব নিয়েই এই জুটি বরাবরই চর্চিত। সেন্ট্রাল লন্ডন থেকে ২০ মাইল দূরে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে নির্ধারিত হয়েছিল তাঁদের বিয়ের ভেনু।
7/8
কিছুদিন আগেই Meghan Markle & Prince Harry কে একটি মিউজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে, সেখানে Suits অভিনেতা লাল রঙের কেপ স্টাইলের গাউন পরেছেন এবং Harry ম্যাচ করে লাল রঙের মিলিটারি জ্যাকেট পরেন।
8/8
আরও একটি অনুষ্ঠানে রাজ পরিবারের এই জুটিকে একই রঙের পোশাকে দেখা গিয়েছে, যেখানে Prince Harry কে নীল রঙের স্যুট ও Meghan Markle নীল রঙের ড্রেস পরেন। এই রয়্যাল জুটি সবসময় চর্চিত তাঁদের স্টাইল এবং কাজের জন্য।