চৈত্রের প্রবল দাবদাহে স্বস্তি দিয়ে শিলাবৃষ্টি, কেমন যাবে 'বৈশাখী' প্রথম উইকেন্ড?

Apr 14, 2022, 18:17 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : চৈত্রের প্রবল দাবদাহে স্বস্তি দিয়ে শিলাবৃষ্টি। তীব্র দাবদাহের পর এদিন বৃষ্টি শুরু হয় বীরভূমের রামপুরহাট ও সিউড়িতে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ব্যাপক শিলাও পড়ে।

2/6

আজ দুপুর ২টো নাগাদ বৃষ্টি শুরু হয় রামপুরহাটে। আর বিকেল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় সিউড়িতে। বোলপুরের আকাশেও মেঘের আনাগোনা রয়েছে। শিলাবৃষ্টি হয় বহরমপুরেও।

3/6

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস পূর্বাভাসে জানিয়েছেন, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 

4/6

বৃষ্টির সঙ্গে দু-এক জায়গায় দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। শনি ও রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। 

5/6

মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের কিছু অংশ আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। 

6/6

আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। ফলে অস্বস্তি বাড়তে পারে।