চৈত্রের শুরুতে খাস কলকাতায় শিলাবৃষ্টি। রবিবাসরীয় সন্ধ্যায় শিলাবৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। ছুটির দিনে মা-বাবার সঙ্গে শিলাবৃষ্টি দেখার আনন্দ উপভোগ করতে দেখা যায় কচিকাঁচাদের।
2/4
রবিবার বিকেল ৫টা নাগাদ কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করে। দক্ষিণ কলকাতায় প্রথমে শুরু হয় বৃষ্টি। সঙ্গে পড়তে শুরু করে শীল। টের পেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন অনেকেই।
photos
TRENDING NOW
3/4
শুধু কলকাতা নয়, রবিবার কালবৈশাখির দাপট টের পেয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গ। দুপুর থেকে বৃষ্টি শুরু হয় পুরুলিয়ায়। প্রবল বৃষ্টি হয়েছে রাঢ়বঙ্গের এই জেলায়। বিকেলে বৃষ্টি নামে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।
4/4
রাতে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হচ্ছে নদিয়ার জেলাসদর কৃষ্ণনগর ও সংলগ্ন এলাকায়।