রবিবারের বিকেলে কলকাতায় শিলাবৃষ্টি, দুর্যোগ দক্ষিণবঙ্গজুড়ে

Mar 17, 2019, 18:02 PM IST
1/4

চৈত্রের শুরুতে খাস কলকাতায় শিলাবৃষ্টি। রবিবাসরীয় সন্ধ্যায় শিলাবৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। ছুটির দিনে মা-বাবার সঙ্গে শিলাবৃষ্টি দেখার আনন্দ উপভোগ করতে দেখা যায় কচিকাঁচাদের।   

2/4

রবিবার বিকেল ৫টা নাগাদ কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করে। দক্ষিণ কলকাতায় প্রথমে শুরু হয় বৃষ্টি। সঙ্গে পড়তে শুরু করে শীল। টের পেয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন অনেকেই। 

3/4

শুধু কলকাতা নয়, রবিবার কালবৈশাখির দাপট টের পেয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গ। দুপুর থেকে বৃষ্টি শুরু হয় পুরুলিয়ায়। প্রবল বৃষ্টি হয়েছে রাঢ়বঙ্গের এই জেলায়। বিকেলে বৃষ্টি নামে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। 

4/4

রাতে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হচ্ছে নদিয়ার জেলাসদর কৃষ্ণনগর ও সংলগ্ন এলাকায়।