1/7
কী হবে অ্যান্ডরয়েড ৯.০-এর নাম। এই নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢালল গুগল। জানিয়ে দিল, নতুন অপারেটিং সিস্টেমের নাম হবে 'অ্যান্ডরয়েড পাই'। গত কয়েক মাস ধরে ডেভেলপার প্ল্যাটফর্মে বেটা টেস্টিং চলছে এই অপারেটিং সিস্টেমের। গুগলের তরফে জানানো হয়েছে, পিক্সেল ফোনে নতুন অ্যান্ডরয়েড পাই-এর আপডেট দিতে শুরু করেছে তারা।
2/7
এদিন গুগলের এই নতুন অপারেটিং সিস্টেমকে ডাকা হচ্ছিল 'অ্যান্ডরয়েড P' নামে। অ্যান্ডরয়েডের ভার্সনের নাম কোনও না কোনও মিষ্টির নামে দিয়ে থাকে গুগল। শুধু তাই নয়, নামকরণ করা হয় ইংরাজি বর্ণমালাক বর্ণক্রম অনুসারে। সেই মতো অ্যান্ডরয়েড ৯.০ এর নাম শুরু হওয়ার কথা ছিল ইংরাজি বর্ণমালার P অক্ষর দিয়ে। সেই রীতি মেনেই নতুন অ্যান্ডরয়েড ভার্সনের নাম অ্যান্ডরয়েড P।
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
7/7
photos