কোমরবন্ধনীতে লুকিয়ে সোনা পাচার! উদ্ধার আড়াই কোটি টাকার সোনার বার

Oct 27, 2019, 15:53 PM IST
1/4

শিলিগুড়ি ও হাওড়ায় দুটি পৃথক অভিযানে উদ্ধার হল ৬ কেজি সোনা। উদ্ধার হওয়ার সোনার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। সোনা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।  

2/4

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে শিয়ালদাগামী তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয় সঞ্জু রায় নামে এক যুবককে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দেড় কেজি সোনা। ধৃতকে জেরা করেই অপু দেবনাথ বলে আরেক পাচারকারীর সন্ধান মেলে। শিলিগুড়ি বাসস্ট্যান্ডে কলকাতাগামী একটি বাস থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকেও উদ্ধার হয় দেড় কেজি সোনা।

3/4

জানা গিয়েছে, বিশেষ ধরনের কোমরবন্ধনীতে লুকিয়ে সোনা পাচারের ছক কষেছিল তারা। বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা এই সোনা কলকাতায় পাচারের ছক কষেছিল পাচারকারীরা।  

4/4

অন্যদিকে আরেকটি অপারেশনে, হাওড়া স্টেশনে মিজোরামের দুই নাগরিককে গ্রেফতার করে পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩ কেজি সোনা। জানা গিয়েছে, ভারত-মায়ানমার সীমান্ত পেরিয়ে এই সোনা মিজোরামে ঢোকে। সেখান থেকে দেশের অন্যত্র পাচারের জন্যই হাওড়ায় নিয়ে আসা হয় সোনার বারগুলি। একইসঙ্গে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মায়ানমারের মুদ্রাও।