ব্রিটেনে নিলাম হল মহাত্মা গান্ধীর গোল্ড-প্লেটেড চশমা, দর শুনলে চমকে যাবেন

Aug 23, 2020, 14:07 PM IST
1/5

মহাত্মা গান্ধীর একটি গোল্ড-প্লেটেড চশমা নিলাম করল ব্রিটেনের ইস্ট ব্রিস্টল অকশন সংস্থা। নিলামে ওই চশমার যে দাম উঠল তা শুনলে চমকে যেতে হয়।

2/5

শুক্রবার হওয়া নিলামে গান্ধীজির ওই গোল্ড-প্লেটেড চশমার দাম উঠল ২,৫৪,৯৯,৪৬৯ টাকা।

3/5

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে সবচেয়ে বড় নিলাম কোম্পানি হল এই ইস্ট ব্রিস্টল অকশন কোম্পানি। গত মাসে গান্ধীজির চশমাটি সংস্থার লেটার বক্সে ফেলে দিয়ে যান এক ব্যক্তি।

4/5

সংস্থার তরফে জানানো হয়েছে, যিনি ওই চশমাটি দিয়ে গিয়েছেলেন তাঁর এক কাকা একসময় কাজ করতেন দক্ষিণ আফ্রিয়ায় ব্রিটিশ পেট্রোলিয়ামে। তাঁকে চশমাটি উপহার দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। সেই সময় গান্ধীজিও ছিলেন দক্ষিণ আফ্রিকায়।   

5/5

সংস্থার আধিকারিক অ্যান্ডি স্টো জানিয়েছেন, চশমাটির দুটি ডান্ডা সোনার জলে রঙ করা, দুটি কাচ সোনার জলের রঙ করা পাত দিয়ে জোড়া। ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করার সময় ওই বৃদ্ধ ব্যক্তির বাবার কাকাকে মহাত্মা গান্ধী উপহার হিসেবে দিয়েছিলেন ওই চশমাটি। এমনটাই মনে করা হচ্ছে। শোনা যায় গান্ধীজি প্রায়ই তাঁর ব্যবহৃত জিনিসপত্র তাঁর পরিচিতদের উপহার হিসেবে দিতেন। এই চশমাটিও সেরকম হতে পারে।