দিল্লির মুখ্যমন্ত্রীর 'লাশের রাজনীতি' মন্তব্য পাকিস্তানি টিভি চ্যানেলে

Mar 02, 2019, 18:45 PM IST
1/9

ভারতের এয়ার স্ট্রাইকের পর বায়ুসেনার সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি পুলওয়ামার ঘটনায় কার্যত প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বিরোধীদের বক্তব্যকে হাতিয়ার করেই আত্মপক্ষ সমর্থনে নেমেছে পাকিস্তান। 

2/9

দিল্লির বিধানসভায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসছে। নিজের বুথ পোক্ত করার আগে অভিনন্দন বর্তমানকে মুক্ত করার ব্যাপারে ভাবা উচিত প্রধানমন্ত্রীর। লাশের রাজনীতি করছে বিজেপি। তিনশো আসনের জন্য আর কতজন জওয়ানকে মারবেন মোদিজি?

3/9

বিজেপি পাল্টা মন্তব্য করে, কেজরিওয়াল পাকিস্তানের ভাষায় কথা বলছেন। জওয়ানদের আত্মত্যাগকে খাটো করছেন দিল্লির মুখ্যমন্ত্রী।   

4/9

কেজরিওয়ালের এই মন্তব্যকেই হাতিয়ার করেছে পাকিস্তানি চ্যানেল জিও টিভি। জিও টিভিতে ব্রেকিং খবরে দেখানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। 

5/9

জিও টিভির ঘোষককে বলতে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে নিশানা করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, তিনশো আসনের জন্য আর কত ফৌজির প্রাণ নেবেন? কত জওয়ানের সন্তানকে অনাথ করবেন? কত মহিলাকে বিধবা করবেন নিজের ৩০০টি আসনের জন্যে?

6/9

বিরোধীদের মোদী বিরোধী মন্তব্যকে হাতিয়ার করেছে পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান। তারা প্রতিবেদন করে, 'নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাজনীতি করছেন মোদী, ক্ষোভ উগরে দিল বিরোধী দলগুলি'  

7/9

লোকসভা ভোটের আগে কংগ্রেস-সহ বিভিন্ন আঞ্চলিক দল একমঞ্চে সামিল হয়েছে। ২১টি দলের মহাজোটে বিরোধী দলগুলি একটি বৈঠকে বসেছিল। ওই বৈঠকেই সেনাবাহিনীর আত্মত্যাগ নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছিলেন তাঁরা। বৈঠক শেষে রাহুল গান্ধী বলেছিলেন, রাজনীতির বাইরে রাখা উচিত জাতীয় নিরাপত্তা। বিরোধী দলগুলি মনে করছে, সর্বদলীয় বৈঠক না ডেকে ঠিক করেননি নরেন্দ্র মোদী।    

8/9

নরেন্দ্র মোদী শুক্রবার একটি জনসভায় মন্তব্য করেছিলেন, মোদী বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধিতা করে ফেলেছেন বিরোধীরা। ভারতীয় সেনাবাহিনীর উপরে ওদের ভরসা নেই। 

9/9

পাক প্রধানমন্ত্রী ইমরানও হাতিয়ার করেছেন বিরোধীদের বক্তব্য। তিনি বলেছিলেন, ''ভারতে নির্বাচনে নিকটে আসায় আগ্রাসী হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী''।