বিশ্বকাপের ভারতীয় দলে বড় সমস্যা খুঁজে বের করলেন গৌতম গম্ভীর

May 15, 2019, 20:33 PM IST
1/5

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

বিশ্বকাপের ভারতীয় দলে বড় সমস্যা খুঁজে বের করলেন গৌতম গম্ভীর। বোলিং বিভাগে ফাঁক খুজে পেলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। 

2/5

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

ভারতীয় দলে একজন কোয়ালিটি পেসার-এর অভাব রয়েছে বলে জানালেন গম্ভীর। জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামির সঙ্গে তিনি আরও একজন কোয়ালিটি পেসারকে দলে রাখার সওয়াল করলেন। 

3/5

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

গম্ভীর বললেন, বুমরা, শামি ও ভুবির সাপোর্ট দরকার। অনেকে হয়তো বলবেন, দলে বিজয় শঙ্কর ও হার্দিক পান্ডিয়ার মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছে। তবে এতে আমি তুষ্ট নই। আমার মনে হয়, টিম কম্বিনেশন ঠিক নেই। 

4/5

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

আসন্ন বিশ্বকাপ নিয়ে গম্ভীরের বক্তব্য, এবারের বিশ্বকাপের ফরম্যাট দারুণ। প্রতিটা দলকে একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। আইসিসির এই ফরম্যাট বহাল রাখা উচিত। এবারই আসল বিশ্বচ্যাম্পিয়নদের পাওয়া যাবে। 

5/5

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

বিশ্বকাপের দলে ভুল কোথায়, জানালেন গম্ভীর

বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে দিলেন গম্ভীর। তাঁর মতে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে যাবে। ভারতের পর তিনি অস্ট্রেলিয়াকে শক্ত প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছেন।