Gautam Adani: করোনাকালে আদানির প্রতি সপ্তাহে আয় কত হাজার কোটি, শুনলে চমকে যাবেন
Mar 16, 2022, 19:16 PM IST
1/5
২০২১ সালে গোটা বিশ্বজুড়েই চলেছিল আর্থিক মন্দা। সেই সময় দুনিয়ার গুটিকয় শিল্পপতির বরাত খুলে যায়। তার মধ্যে রয়েছেন ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানিও। গতবছর প্রতি সপ্তাহে তাঁর আয় শুনলে অবিশ্বাস্য় মনে হবে।
2/5
হারুন গ্লাবাল রিচ লিস্ট-র পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে প্রতি সপ্তাহে আদানি রোজগার করেছেন ৬০০০ কোটি টাকা। ওই বছরই তাঁর আয়ের পরিমাণ ৪৯ বিলিয়ন মার্কিন ডলার।
photos
TRENDING NOW
3/5
দুনিয়ায় ধনীদের তালিকায় বর্তমানে ১২তম স্থানে রয়েছেন গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ বর্তমানে ৮১ বিলিয়ন মার্কিন ডলার।
4/5
হারুন-এর হিসেব অনুযায়ী গতবছর আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৫৩ শতাংশ। গত এক দশকে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৮৩০ শতাংশ। এতেই বিশ্বে ধনীদের তালিকায় তাঁর স্থান ৩১৩ থেকে লাফিয়ে হয়েছে মাত্র ১২।
5/5
হারুনের সমীক্ষা অনুযায়ী, আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে বেশ কয়েকটি সম্পত্তি কেনার পর। এসবি এনার্জিকে অধিগ্রহণ করে আদানি গ্রিন এনার্জি। ওই সম্পত্তির মূল্য ছিল ২৬,০০০ কোটি টাকা।