Ganesh Chaturthi : সময় মন্দা, বিঘ্ন কাটাতে গণপতি বন্দনা বলিউডের

| Aug 31, 2022, 19:15 PM IST
1/14

শাহরুখের গণেশ পুজো

প্রত্যেক বছর শাহরুখের মন্নতেও গণেশ চতুর্থী উপলক্ষে পুজোর আয়োজন করা হয়ে থাকে। এবারও ছোট্ট আব্রামকে সঙ্গে নিয়ে গণপতি পুজো করছেন শাহরুখ।

2/14

সলমনের গণেশ পুজো

প্রত্যেক বছরই নিজের বাড়িতে গণপতি আরাধনা করলেন সলমন খান। যদিও গত তিন বছর ধরে সেই পুজো হচ্ছে সল্লুর বোন অর্পিতার বাড়িতেও এবারও তার অন্যথা হল না। সেখানে উপস্থিত ছিল গোটা খান পরিবার।

3/14

শ্রদ্ধার গণেশ পুজো

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

বাড়িতে গণপতি বাপ্পাকে এনে গণেশ পুজো করতে দেখা গেল শ্রদ্ধা কাপুরকেও। মোদক হাতেও ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা।

4/14

শিল্পা-শমিতার গণেশ পুজো

প্রত্যেক বছরের মতো এবারও বাড়িতে গণপতি আরাধনা করছেন শিল্পা শেঠি। গণপতি বাপ্পার সামনে সপরিবারে ছবি তুলে পোস্ট করেছেন শিল্পা। সেখানে হাজির ছিলেন বোন শমিতাও।

5/14

আলিয়ার গণেশ চতুর্থী

ইনস্টাস্টোরিতে ছবি শেয়ার করে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট। 

6/14

করিনার শুভেচ্ছা

গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন করিনা কাপুর খান। 

7/14

কঙ্গনার শুভেচ্ছা

গণেশ পুজোর ছবি পোস্ট করে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত।

8/14

রীতেশ ও জেনেলিয়া গণেশ চতু্র্থী

গণেশ চতুর্থী উপলক্ষে সেজেগুজে সপরিবারে ছবি পোস্ট করেছেন রীতেশ ও জেনেলিয়া দেশমুখ। অনুরাগীদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতি। 

9/14

সোনালির গণেশ পুজো

বাড়িতে গণপতি প্রতিমা এনে মোদক সাজিয়ে গণপতি পুজো করেছেন সোনালি বেন্দ্রে।

10/14

অক্ষয়ের গণেশ পুজো

টুইটারে গণপতি বাপ্পর ছবি দিয়ে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার।

11/14

অজয়-কাজলের গণেশ পুজো

গণেশ পুজোর পুরনো ভিডিয়ো শেয়ার করে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগণ। অন্যদিকে কাজলও গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন। 

12/14

লালবাগচা দর্শনে কার্তিক

গণেশ চতুর্থীতে মুম্বইয়ের ঐতিহ্যশালী লালবাগচা রাজা দর্শনে যান কার্তিক আরিয়ান।

13/14

রাজীব চারুর গণেশ পুজো

কিছুদিন আগে বিবাহ-বিচ্ছেদের পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং অভিনেত্রী চারু আসোপা। তবে ঝগড়া মিটিয়ে মেয়ে জিয়ানার স্বার্থে নিজেদের সম্পর্ককে নতুন সুযোগ দিতে চান তাঁরা। গণেশ চতুর্থীতে মেয়েকে নিয়ে একসঙ্গেই দেখা গেল রাজীব ও চারুকে। 

14/14

সোহার গণেশ চতুর্থী

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kunal Kemmu (@kunalkemmu)

গণেশ চতুর্থীর সকালে মেয়ে ইনায়া নওমী খেমুকে নিয়ে মুম্বইয়ের একটি মন্দিরে গণপতি দর্শনে যান কুণাল খেমু এবং সোহা আলি খান। ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছেন কুণাল খেমু।