কলকাতা পুরসভার কোন ওয়ার্ডে কে প্রার্থী? দেখে নিন তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা

Nov 26, 2021, 23:13 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের প্রার্থী তালিকায় গুরুত্ব পেল অভিজ্ঞতা। ফের প্রার্থী হলেন বিধায়করা। পুরভোটে টিকিট পেলেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার এবং দেবব্রত মজুমদার।    

2/9

১৪৪টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আবার তৃণমূলের প্রার্থী ১২৬ জন। বাকি ১৮ জন অন্যান্য দলের। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ৮৭ জন বিদায়ী কাউন্সিলর প্রার্থী হচ্ছেন। ৩৯ জন বিদায়ী কাউন্সিলরকে নতুন করে প্রার্থী করা হয়নি। 

3/9

প্রার্থী তালিকায় মহিলাদের প্রতিনিধিত্ব চোখে পড়ার মতো। গুরুত্ব পেয়েছেন সংখ্যালঘুরাও। ২৩ জন সংখ্যালঘুকে প্রার্থী করা হয়েছে। এর মধ্যে দু’জন প্রার্থী খৃষ্ট্রান। মহিলা প্রার্থীর ৬৪। পুরুষ ৮০ জন। অর্থাৎ ৪৫ শতাংশ প্রার্থীই মহিলা।   

4/9

অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রজন্মকেও টিকিট দিয়েছে তৃণমূল। ভোটে লড়তে চলেছে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ। শশী পাঁজার মেয়ে পুজাও টিকিট পেয়েছেন।   

5/9

সাংসদ মালা রায়কে প্রার্থী করেছে তৃণমূল। তবে রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবার ভোটে লড়বেন না। তাঁর স্ত্রী কাকলি সেন টিকিট পেয়েছেন। 

6/9

ভোটে লড়বেন অভিজ্ঞ বৈশ্বানর চট্টোপাধ্যায়। ৯১ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি। পাশে ওয়ার্ড ৯০-এ প্রার্থী তাঁর স্ত্রী চৈতালি। 

7/9

পুরভোটে টিকিট দেওয়া হল প্রয়াত প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে।

8/9

১৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়। শোভন বেহালা ছাড়ার পর তিনিই ওই ওয়ার্ড সামলাচ্ছিলেন। বিধায়ক হলেও রত্নাতেই আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। 

9/9

মেয়র পদপ্রার্থী ঘোষণা করেনি তৃণমূল নেতৃত্ব। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভোটের পর এব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের কাউন্সিলররা।