সাত দিনে ৫ বার মহার্ঘ পেট্রোল-ডিজেল, বেশ কিছু রাজ্যে লিটার পিছু দাম ১০৩ টাকা

May 16, 2021, 14:21 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। লিটার পিছু পেট্রোলের দাম বাড়ল ২৪ ও ডিজেলের ২৭ পয়সা। পেট্রোপণ্যের রেকর্ড দাম ভারতে। মুম্বই শহরে  পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই প্রতি লিটার। ১৬ মে বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম যাচ্ছে ৯৮.৮৮ পয়সা। ডিজেলের দাম ৯০ টাকা ৪০ পয়সা।  

2/4

তবে জানা যাচ্ছে, Rajasthan, Maharashtra, এবং Madhya Pradesh-র বেশ কিছু শহরে লিটার পিছু পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে ১০০ টাকা। 

3/4

৪ মের পর নয় বার দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। দেশ জুড়ে নির্বাচনের ফলাফল শেষ হওয়ার পরই মহার্ঘ পেট্রোপণ্য।  কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৯২.৬৭ টাকা। ডিজেলের দাম ৮৬.০৬ টাকা।

4/4

বেঙ্গালুরুতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৫.৬৬ টাকা। ডিজেলের দাম ৮৮.২২ টাকা।  দিল্লিতে ৯২.৫৮ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম। ডিজেলের দাম ৮৩.২২ টাকা। রাজ্যস্থানের গঙ্গানগর ও মধ্যপ্রদেশের ভোপাল- আন্নাপুরে পেট্রোলের দাম প্রতি লিটার পিছু ১০৩ টাকার বেশি। সেখানে ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু প্রায় ৯১ থেকে ৯৩ টাকা।