সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭৫ কিমি, আরও শক্তি সঞ্চয় করছে 'তৌকতাই', ভাসছে কেরল

May 16, 2021, 13:48 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন: বিরাট শক্তি নিয়ে আছড়ে পড়তে চলছে 'তৌকতাই'। আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে, প্রচন্ড শক্তি সঞ্চয় করে গুজরাটের উপকূলে ঝঁপিয়ে পড়বে 'তৌকতাই'।

2/10

স্যাটালাইট থেকে ধরা পরা ছবি অনুযায়ী, 'তৌকতাই'-র ব্যাস প্রায় ৪ কিমি।  'তৌকতাই'র প্রভাব পড়েছে গোয়ার পানাজিতে। 

3/10

যার জেরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ৬ উপকূলবর্তী এলাকায় ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জেরে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ৪ জন। ঝড়ের দাপটে ৭৩ টি গ্রামের অবস্থা শোচনীয়। এমনটাই জানিয়েছে কর্ণাটকের রাজ্য দূর্যোগ মোকাবিলা দফতর।

4/10

মঙ্গলবার গুজরাটের উপকূলে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি গতিবেগে আছড়ে পড়বে বলে পূর্বাভাস। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৭৫ কিমিতেও। 

5/10

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২ কিমি গতিবেগে আরও উত্তরে অগ্রসর হয়েছে। 

6/10

শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ গোয়া থেকে মাত্র ২২০ কিমি দূরে, মুম্বই থেকে ৫৯০ কিমি দূরে ও গুজরাটের উপকূল থেকে ৮২০ কিমি দূরে অবস্থান করছিল। 

7/10

মঙ্গলবার সন্ধে নাগাদ গুজরাটের পোরবন্দর ও নালিয়ায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। 

8/10

শনিবার এ নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীও। ঘূর্ণিঝড় মোকাবিলার রাজ্যগুলির প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন মোদী। 

9/10

 বিপদ রয়েছে এমন জায়গা থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে আসার কড়া নির্দেশ দিয়েছেন।  

10/10

 ইতিমধ্যেই ঘূর্ণিঝড় 'তৌকতাই'-এর কারণে কেরলে অতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গিয়েছে একাধিক গাছ। লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের নয় জেলাতেও।