ঠিক কোথা থেকে নির্দিষ্ট পথ থেকে সরতে শুরু করে বিক্রম? জেনে নিন...

Sep 11, 2019, 19:51 PM IST
1/5

২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছিল অবতরণের প্রক্রিয়া

২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছিল অবতরণের প্রক্রিয়া

গত ৭ সেপ্টেম্বর মধ্যরাতে অবতরণের সময়ে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর কন্ট্রোল রুমের। রাত ২.২০ মিনিট নাগাদ ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছিল অবতরণের প্রক্রিয়া। তার পরেই যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

2/5

২.১ কিলোমিটার পর্যন্ত পূর্বপরিকল্পিত পথেই ছিল বিক্রম

২.১ কিলোমিটার পর্যন্ত পূর্বপরিকল্পিত পথেই ছিল বিক্রম

বিক্রমের অবতরণের গ্রাফ অনুযায়ী প্রায় ২.১ কিলোমিটার পর্যন্ত পূর্বপরিকল্পিত পথেই ছিল বিক্রম। তার পরেই নির্দিষ্ট পথ থেকে সরতে শুরু করে যান।

3/5

'ফাইন ব্রেকিং'-এর পর্যায় থেকেই ক্রমশ সরতে শুরু করে বিক্রম

'ফাইন ব্রেকিং'-এর পর্যায় থেকেই ক্রমশ সরতে শুরু করে বিক্রম

গ্রাফে লাল রেখাটি বিক্রমের পরিকল্পিত অবতরণ পথ। অন্যদিকে সবুজ রেখাটি ওই দিন বিক্রমের আসল অবতরণ পথ। দুটি রেখা যদি বিশ্লেষণ করা যায়, তবে দেখা যাচ্ছে প্রায় ২.১ কিলোমিটার পর্যন্ত নির্দিষ্ট পথেই নেমেছে বিক্রম। তার পরেই ক্রমশ লাল রেখার থেকে দূরে সরে গিয়েছে সবুজ রেখা। অর্থাত্ নির্দিষ্ট পথ থেকে সরে গিয়েছে চন্দ্রযান-২-এর ল্যান্ডার। 'ফাইন ব্রেকিং'-এর পর্যায় থেকেই ক্রমশ নির্দিষ্ট পথ থেকে সরতে শুরু করে বিক্রম। 

4/5

কাছাকাছি এসেই বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের সংযোগ

কাছাকাছি এসেই বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের সংযোগ

গ্রাফ অনুযায়ী, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০০-৩০০ মিটারের কাছাকাছি এসেই বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের সঙ্গে সংযোগ। 

5/5

তথ্য বিশ্লেষণ করলেই জানা যাবে

তথ্য বিশ্লেষণ করলেই জানা যাবে

আপাতত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের মরিয়া চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। রবিবার ডঃ কে শিবন জানান, অর্বিটারের থার্মাল ক্য়ামেরা ব্যবহার করেই চাঁদের মাটিতে বিক্রমের অবস্থান জানা গিয়েছে। তিনি আরও জানান, দ্রুত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে বলে মনে করা হচ্ছে। বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেলেই হাতে আসবে গুরুত্বপূর্ণ তথ্য। সেই তথ্য বিশ্লেষণ করলেই জানা যাবে, ঠিক কি ঘটেছিল সেদিন।