Friday Tips: প্রতি শুক্রবারই মনে করে এই কয়েকটি কাজ করুন! মা লক্ষ্মীর কৃপায় টাকার গদিতে শুয়ে থাকবেন...

Friday Money Making Tips: শুক্র যাঁদের শক্তিশালী তাঁরা সম্পদে, শ্রীতে, সমৃদ্ধিতে পূর্ণ থাকেন। তাঁদের জীবন ও যাপন হয় জাঁকজমকপূর্ণ ও বিলাসিতাময়।

| Jul 12, 2024, 21:14 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাঁদের রাশিতে শুক্র প্রভাবশালী থাকেন তাঁদের ব্যক্তিত্ব তৈরিতে তাঁর বিশেষ প্রভাব থাকে। শুক্র যাঁদের শক্তিশালী তাঁরা সম্পদে, শ্রীতে, সমৃদ্ধিতে পূর্ণ থাকেন। তাঁদের জীবন ও যাপন হয় জাঁকজমকপূর্ণ ও বিলাসিতাময়। তাহলে, আসুন, জেনে নেওয়া যাক, শুক্রের আশীর্বাদ পেতে শুক্রবার কী কী ব্যবস্থা নেওয়া যায়! জেনে নেওয়া যাক, শুক্রের সঙ্গে মা লক্ষ্মীরই-বা কী সম্পর্ক।

1/6

মা লক্ষ্মীর আরাধনা

সবচেয়ে বড় কথা, এদিন মা লক্ষ্মীর আরাধনা করা উচিত। যদিও দিনটি শুক্রবার, তবুও বৃহস্পতিবারের মতোই ধনদেবীর পুজো করা জরুরি। 

2/6

লক্ষ্মী-মন্ত্র

শুধু পুজো নয়, লক্ষ্মী-মন্ত্রও জপুন। মা লক্ষ্মী খুশি হন এতে। সংশ্লিষ্ট পুরোহিতের থেকে জেনে নিন, এই মন্ত্র। 

3/6

লক্ষ্মী অচলা

এ ছাড়া মা লক্ষ্মী বেশ কিছু কারণে সংসারে অচলা থাকেন। সেগুলি মেনে চললেই তাঁর অশেষ কৃপা মেলে।

4/6

অপচয় নয়

যেমন, খাবার অপচয় না করা। মনে করা হয়, খাদ্যও মা লক্ষ্মীরই রূপ। তাঁর কৃপাতেই খাদ্যশস্য জন্মায়।

5/6

অশান্তি নয়

বাড়িতে কোনও অশান্তি করবেন না। যেসব বাড়িতে ঝগড়াঝাটি হয়, সেবাড়িতে মা লক্ষ্মী থাকেন না।

6/6

উপবাসে কৃপা

এদিনে উপবাস করুন। উপবাস করলে মায়ের বিশেষ কৃপা পাওয়া যায়।  (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)