স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতার শেষদিনে হাজির সাবিত্রী চট্টোপাধ্যায়

Feb 17, 2018, 14:07 PM IST
1/6

Freedom Creative organised a film fest at Behala Sarat Sadan 6

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতার শেষদিনে হাজির সাবিত্রী চট্টোপাধ্যায়

ফ্রিডম ক্রিয়েটিভের উদ্যোগে বেহালা শরৎসদনে আয়োজিত হয়েছিল স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা। 

2/6

Freedom Creative organised a film fest at Behala Sarat Sadan 5

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতার শেষদিনে হাজির সাবিত্রী চট্টোপাধ্যায়

১৪ ও ১৫ ফেব্রুয়ারি মোট ২০টি ছোট ছবি নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

3/6

Freedom Creative organised a film fest at Behala Sarat Sadan 4

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতার শেষদিনে হাজির সাবিত্রী চট্টোপাধ্যায়

১৫ ফেব্রুয়ারি ছিল স্বরচিত নাটকের প্রতিযোগিতা। কলকাতার মোট ১০টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

4/6

Freedom Creative organised a film fest at Behala Sarat Sadan 3

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতার শেষদিনে হাজির সাবিত্রী চট্টোপাধ্যায়

প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।

5/6

Freedom Creative organised a film fest at Behala Sarat Sadan 2

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতার শেষদিনে হাজির সাবিত্রী চট্টোপাধ্যায়

এদিন বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয় স্বর্ণযুগের সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রকে। প্রত্যেক বছরই এধরণের উদ্যোগ নেওয়ার কথা জানান, ফ্রিডম ক্রিয়েটিভ সংস্থার প্রধান বর্ষালী চট্টোপাধ্যায়

6/6

Freedom Creative organised a film fest at Behala Sarat Sadan 1

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতার শেষদিনে হাজির সাবিত্রী চট্টোপাধ্যায়

এই প্রতিযোগিতায় প্রথম হয় ছোট ছবি 'ভাই দ্য ওয়াই' ও দ্বিতীয় নির্বাচিত হয় 'সহজ পাঠের ইতিকথা', ও তৃতীয় 'পেশা'।নির্বাচিত স্বল্প দৈর্ঘ্যের ছবির নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার।