Iran Earthquake: আতঙ্ক! ভয়ংকর নড়ে উঠল টেকটোনিক প্লেট, ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু, হাহাকার...

Iran Earthquake: ফের ভূমিকম্প! ইরান এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। ইরানের ভূতত্ত্বে টেকটোনিক প্লেটের নড়াচড়াটা বেশি। ইরানি প্লেটটি দক্ষিণ-পূর্বে ভারতীয় প্লেট, উত্তরে ইউরেশিয়ান প্লেট এবং দক্ষিণ পশ্চিমে আরবীয় প্লেটদ্বারা সীমাবদ্ধ।

| Jun 19, 2024, 13:13 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:ফের ভূমিকম্প! ইরান এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। ইরানের ভূতত্ত্বে টেকটোনিক প্লেটের নড়াচড়াটা বেশি। ইরানি প্লেটটি দক্ষিণ-পূর্বে ভারতীয় প্লেট, উত্তরে ইউরেশিয়ান প্লেট এবং দক্ষিণ পশ্চিমে আরবীয় প্লেটদ্বারা সীমাবদ্ধ। ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্পে ৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২০ জন।

1/6

মঙ্গলে অমঙ্গল

গতকাল, মঙ্গলবার দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। 

2/6

৪.৯

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫! ৪.৯। 

3/6

আহত

ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর হাজাতুল্লাহ শরিয়তমাদারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

4/6

ক্ষতিগ্রস্ত

ভূমিকম্পে শহরটির বেশিরভাগ জরাজীর্ণ বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাশমারের গভর্নর। 

5/6

কম্পনের উৎস

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

6/6

গত বছরেও

প্রসঙ্গত,  ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।