ভারতীয় দলের কোচ হিসাবে এবার রবি শাস্ত্রীর বদলি হতে পারেন এঁরা

Sep 12, 2018, 20:49 PM IST
1/7

রবি শাস্ত্রীর বদলি হতে পারেন এঁরা

who can replace Ravi Shastri as India's Coach 1

অভিজ্ঞতা ও দক্ষতার মিশেল। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় দলের কোচ হিসাবে দেখতে কে না চায়!

2/7

রবি শাস্ত্রীর বদলি হতে পারেন এঁরা

who can replace Ravi Shastri as India's Coach 2

ক্রিকেট ইতিহাসের অন্যতম ক্লাসিক ব্যাটসম্যান। তবে তিনি এখন ব্যস্ত ভারতের জুনিয়র বিভাগ সামলাতে। তাঁর কোচিংয়েই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত।

3/7

রবি শাস্ত্রীর বদলি হতে পারেন এঁরা

who can replace Ravi Shastri as India's Coach 3

ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন বলে খবর। তবে বীরেন্দ্র শেহবাগ সুযোগ পাননি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাবের মেন্টর হিসাবে দায়িত্ব সামলেছেন।

4/7

রবি শাস্ত্রীর বদলি হতে পারেন এঁরা

who can replace Ravi Shastri as India's Coach 4

আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০-র বেশি উইকেটের মালিক জাহির খান। ভারতীয় পেস বিভাগকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। সিনিয়র পেসার হিসাবে বহু কমবয়সী বোলারের মেন্টর হিসাবে কাজ করেছেন।

5/7

রবি শাস্ত্রীর বদলি হতে পারেন এঁরা

who can replace Ravi Shastri as India's Coach 5

শাস্ত্রীর আগে ভারতীয় দলের কোচ ছিলেন অনিল কুম্বলে। চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলে কুম্বলে ভারতীয় দলের কোচ থাকাকালীন কোনও টেস্ট বা দ্বিপাক্ষিক একদিনের সিরিজ হারেনি।

6/7

রবি শাস্ত্রীর বদলি হতে পারেন এঁরা

who can replace Ravi Shastri as India's Coach 6

মেন্টর হিসাবে আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম। তিনি কোচ হলে মন্দ কী!

7/7

রবি শাস্ত্রীর বদলি হতে পারেন এঁরা

who can replace Ravi Shastri as India's Coach 7

৪৭ বছরের অজয় জাদেজার অভিজ্ঞতায় খামতি নেই। ১৫ টেস্ট ও ১৯৬টা একদিনের ম্য়াচ খেলেছেন ভারতের হয়ে। দিল্লির ঘরোয়া ক্রিকেটে কোচিং করেয়েছেন। তবে এখন ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন।