মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ময়দানের 'ধনা'
Dec 30, 2019, 13:54 PM IST
1/5
চলে গেলেন ধনরাজন
কলকাতার তিন প্রধানেই খেলেছেন তিনি। ময়দানকে ভালবেসে দীর্ঘদিন থেকে গিয়েছেন কলকাতায়। সেই আর ধনরাজন হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মাত্র ৩৯ বছর বয়সে।
2/5
চলে গেলেন ধনরাজন
কলকাতা ময়দানে তিনি ধনা নামেই পরিচিত ছিলেন। কিছুদিন আগে কেরল স্পোর্টস কাউন্সিলে চাকরি পাওয়ার পর ফুটবল থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু এদিন ফুটবল খেলার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
photos
TRENDING NOW
3/5
চলে গেলেন ধনরাজন
পেরেন্দালমান্নায় একটি সেভেন সাইড ম্যাচে খেলতে নেমেছিলেন ধনরাজন। দ্বিতীয়ার্ধে বুকে ব্যথা অনুভব করেন। এর পরই লুটিয়ে পড়েন মাটিতে। সতীর্থরা প্রাথমিক চিকিতসার চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
4/5
চলে গেলেন ধনরাজন
ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান- তিন প্রধানেই খেলেছেন ধনরাজন রাধাকৃষ্ণন। ভিভা কেরলের হয়ে খেলেই কেরিয়ারের শুরুর দিকে নাম করেছিলেন তিনি।
5/5
চলে গেলেন ধনরাজন
কেরলের হয়ে সন্তোষ ট্রফি জেতার পর সরকারি চাকরি পান ধনরাজন। লেফট ব্য়াক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি। ধনরাজনের এই আকাল মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছে না ফুটবল মহল।