1/5
‘ফ্লাওয়ার’ সুপারমুন!
2/5
‘ফ্লাওয়ার’ সুপারমুন!
photos
TRENDING NOW
3/5
‘ফ্লাওয়ার’ সুপারমুন!
বৃহস্পতিবারের ‘ফ্লাওয়ার’ সুপারমুন প্রসঙ্গে জ্যোতির্বিজ্ঞানী গ্রেগ ব্রাউন জানান, পৃথিবীর চারপাশে চাঁদ যে কক্ষপথে ঘোরে, সেটি পুরোপুরি গোলাকার নয়, কিছুটা ডিম্বাকৃতির। তাই কক্ষপথে ঘোরার সময় চাঁদ কখনও কখনও পৃথিবী থেকে অনেকটা দূরে চলে যায়, আবার কখনও খুব কাছে চলে আসে। আর যখন কাছে চলে আসে তখনই হয় সুপারমুন।
4/5
‘ফ্লাওয়ার’ সুপারমুন!
5/5
‘ফ্লাওয়ার’ সুপারমুন!
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, হ্যালির ধূমকেতুর কিছু অংশ থেকেই তৈরি হয়েছে এটা অ্যাকোয়ারিড মিটিয়র। আর এখান থেকেই একের পরে এক খসে পরবে উল্কাখণ্ড। খালি চোখে দেখা যাবে এই দৃশ্য। সপ্তাহের শেষ রাতগুলোয় ঘণ্টায় ১০ থেকে ১২টি উল্কাপাত দেখা যেতে পারে। ভাগ্য ভাল থাকলে ঘন্টায় ৪০টি উল্কাপাতের সাক্ষী থাকার সুযোগ রয়েছে।
photos