মেসির প্রাসাদোপম বাড়ির উপর দিয়ে বিমান উড়তে পারছে না, শুরু হয়েছে বিতর্ক

Nov 09, 2019, 20:16 PM IST
1/5

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

লিওনেল মেসির বাড়ির উপর দিয়ে কোনও বিমান চলাচল করতে পারছে না। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে না এই জন্যই। এমনই অভিযোগ উঠেছে।  

2/5

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

স্প্যানিশ এয়ারলাইন প্রধান হাভিয়ের সানচেজ-প্রিয়েতো জানিয়েছেন, মেসির বাড়ির উপর দিয়ে কোনও বিমান উড়তে পারছে না। বিশ্বের কোথাও আর এমন হয় না।  এই জন্যই আমরা বিমানবন্দর সম্প্রসারণ করতে পারছি না। 

3/5

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

বিমান উড়লে নাকি মেসির ঘুমের ব্যাঘাত হয়। এমন হাস্যকর অভিযোগও উঠেছে। কিন্তু আসল কারণ অন্য। প্রিয়েতো অভিযোগ করার পর থেকে অনেকেই মেসিকে আক্রমণ করতে শুরু করেছেন। যদিও বাস্তব কারণ অন্য কিছু। 

4/5

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

আসলে বার্সেলোনার প্রধান কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার দূরে গাভা শহরে মেসির বাড়ি। সেই বাড়ির কোল ঘেঁষে ন্যাচারাল ডেল গারাফ ইকো পার্ক রয়েছে। বন্য পরিবেশ ও বিলুপ্তপ্রায় বহু প্রাণীদের রক্ষার জন্য স্পেনের পরিবেশ দপ্তর সচেষ্ট । বন্য পরিবেশ যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিশেষ আইন করা হয়েছে।   

5/5

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

মেসির বাড়ির উপর দিয়ে বিমান চলাচলে বাধা

সেই পার্ক ও মেসির বাড়ির উপর দিয়ে তাই বিমান চলাচল নিষিদ্ধ। বাধ্য হয়েই ভূমধ্যসাগরের উপর খানিকটা ঘুরে যাতায়াত করে বিমান। আসল বিষয়টি অনেকেরই অজানা।