বিভিন্ন মেয়াদের ঋণে সুদের হার কম করল স্টেট ব্যাঙ্ক

Nov 09, 2019, 19:26 PM IST
1/5

S 5

S 5

বেশ কয়েকটি মেয়াদের ঋণের ক্ষেত্রে সুদের হার কম করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সুদের নতুন ওই হার চালু হবে রবিবার অর্থাত্ ১০ নভেম্বর থেকে। ব্যাঙ্কের এক বিবৃতি থেকে জানা যাচ্ছে, তিন মাসের ঋণের ক্ষেত্রে সুদের হার ৭.৭৭ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৭.৫ শতাংশ।

2/5

S 4

S 4

ছয় মাস মেয়াদের ঋণে সুদের হার ছিল ৭.৯ শতাংশ। এবার তা কমে হচ্ছে ৭.৮৫ শতাংশ।

3/5

S 3

S 3

এক বছরের ঋণের ক্ষেত্রে সুদের হার কমছে ০.৫ শতাংশ। এতদিন এই হার ছিল ৮.০৫ শতাংশ। রবিবার থেকে তা হচ্ছে ৮ শতাংশ।

4/5

S 2

S 2

২ বছরের ঋণের ক্ষেত্রে সুদের হার বর্তমানে ৮.১৫ শতাংশ। এবার তা কমে হবে ৮.১ শতাংশ।

5/5

s 1

s 1

তিন বছরের ঋণের ক্ষেত্রে সুদের হার ৮.২৫ শতাংশ থেকে কমে হচ্ছে ৮.২ শতাংশ।