বদলে যাচ্ছে পাঁচ নিয়ম, নতুন রূপে আসছে ফুটবল

Apr 14, 2019, 17:34 PM IST
1/5

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফিফা-র হয়ে ফুটবলের নিয়ম-কানুনের দিক দেখাশোনা করে। এবার তারা ফুটবলে পাঁচটি নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ১লা জুন থেকে নতুন পাঁচটি নিয়মে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলে খেলা হবে। দেখে নেওয়া যাক সেই পাঁচ নিয়ম- ১. পেনাল্টির নতুন নিয়ম- এতদিন পর্যন্ত ম্যাচ চলাকালীন পেনাল্টি কিক নেওয়ার পর গোলরক্ষক প্রথমে সেটি ঠেকিয়ে দিলেও ফিরতি বলে শট নিয়ে গোল করার সুযোগ ছিল। এবার এই নিয়মে বদল হচ্ছে। গোলরক্ষক একবার বল ঠেকিয়ে দিলে আর ফিরতি বলে শট নিয়ে গোল করা যাবে না। এক্ষেত্রে সেন্টার কিক থেকে খেলা শুরু হবে।  

2/5

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

২. হ্যান্ডবলের নিয়মে পরিবর্তন- এবার থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, যেভাবেই ফুটবলারের হাতে বল লাগুক হ্যান্ডবল বলে গণ্য হবে।

3/5

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

৩. সময় বাঁচাতে হবে- অনেক সময় দেখা যায়, জিততে থাকা দল ম্যাচের শেষে এসে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার জন্য খেলোয়াড় পরিবর্তন করে। মাঠ ছেড়ে সেন্টার সার্কেলে আসতে অনেকটা সময় ব্যয় করত জয়ী দলের ফুটবলার। কিন্তু এবার নিয়ম অনুযায়ী, সবচেয়ে কাছে থাকা টাচলাইন থেকেই মাঠ ছাড়তে হবে ফুটবলারকে।  

4/5

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

৪.মানব পাঁচিলে বদল- নতুন নিয়ম অনুযায়ী, অ্যাটাকিং দলের কেউ মানবদেয়াল তৈরি করতে পারবেন না। শুধুমাত্র বিপক্ষের ফুটবলাররাই দাঁড়াতে পারবেন।

5/5

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

ফুটবলে বদলে যাচ্ছে পাঁচ নিয়ম

৫. কোচদের জন্য কার্ড- আগে ফুটবলারদের পাশাপাশি কোচদেরও হলুদ-লাল কার্ড দেখানোর চল ছিল। তার পর এই নিয়ম বন্ধ হয়ে যায়। সেই নিয়ম পিরতে চলেছে। এবার থেকে কোচদেরও দেখানো হবে কার্ড। লাল কার্ড দেখলে কোচকেও ডাগআউট ছাড়তে হবে।