IPL-এর মহাযজ্ঞে চিনা হটিয়ে দেশি স্পনসরের দৌড়ে পাঁচ ভারতীয় সংস্থা

Aug 15, 2020, 15:34 PM IST
1/10

চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে বিসিসিআই।

2/10

সূত্রের খবর আইপিএল-এর টাইটেল স্পনসর হতে শুক্রবার (ডেডলাইন) পর্যন্ত পাঁচটি ভারতীয় সংস্থা  আগ্রহ প্রকাশ করেছে।  

3/10

 ক্রিকেটের মহাযজ্ঞে টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে নাম লিখিয়েছে যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান-পতঞ্জলি।

4/10

আইপিএল টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও।  

5/10

শিক্ষা বিষয়ক অ্যাপ বাইজু  IPL টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে।

6/10

 আরও একটি শিক্ষা বিষয়ক অ্যাপ আনঅ্যাকাডেমি  IPL টাইটেল স্পনসর হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

7/10

আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে টাটা গ্রুপ।  

8/10

এছাড়া ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন এবং মাই সার্কেল ইলেভেন টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে কড়া টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে।  

9/10

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। মেগা ফাইনাল ১০ নভেম্বর।  

10/10

এবারের আইপিএল-কে সেরা আইপিএল আয়োজন করতে তত্পর আমিরশাহি ক্রিকেট বোর্ড।