ভারতের প্রথম ইলেকট্রিক মোটরবাইক এবার রাস্তায় নামতে প্রস্তুত

Aug 08, 2019, 20:04 PM IST
1/4

Revolt RV 400 আসছে

 Revolt RV 400 আসছে

ভারতের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। একবার চার্জ দিলে চলে চলবে ১৫৬.৫ কিমি পথ। Revolt RV 400 এবার রাস্তায় নামার জন্য তৈরি। 

2/4

Revolt RV 400 আসছে

 Revolt RV 400 আসছে

২৫ জুন থেকে বুকিং শুরু হয়েছিল Revolt RV 400-এর। মাত্র হাজার টাকার বিনিময়ে অ্যামাজন থেকে এই বাইক প্রি বুকিং করা যাচ্ছে।

3/4

Revolt RV 400 আসছে

 Revolt RV 400 আসছে

Revolt RV 400 এন্ট্রি লিভেল ইলেকট্রিক মোটরসাইকেল। ইতিমধ্যে আড়াই হাজার মোটর সাইকেল প্রি বুকিং হয়েছে। Revolt RV 400-এর জন্য আলাদা মোবাইল অ্যাপ থাকছে। থাকবে বাড়িতে ব্যাটারি ডেলিভারির সুবিধা। 

4/4

Revolt RV 400 আসছে

 Revolt RV 400 আসছে

Revolt RV 400 সর্বোচ্চ ৮৫ কিমি প্রতি ঘন্টার বেগে ছুটতে পারবে। ইতিমধ্যে মানেসারের কারখানায় বাইক উত্পাদন শুরু হয়েছে। জানা গিয়েছে, ২৮ আগস্ট এই বাইকের দাম ঘোষণা করবে সংস্থাটি।