1/7
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ
2/7
ব্রাজিল বনাম আর্জেন্টিনা
আপামোর ব্রাজিল-আর্জেন্টিনা ফ্যানেরা তাকিয়ে ছিলেন এই ম্যাচের দিকে। এমনকী মাঠেও নামলেন দুই দলের দুই মহাতারকা-মেসি ও নেইমার। কিন্তু ম্যাচটাই মাঝ পথে স্থগিত হয়ে গেল! বেনজির ঘটনার সাক্ষী থাকল এই ম্যাচ। আর্জেন্টিনার চার ফুটবলার (এমি মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, গিওভানি লো কেলসো,এমিলিয়ানো বুয়েনদিয়া) কোভিড বিধি না মানায় পুলিশ এসে খেলা বন্ধ করে দিল! ইংলিশ প্রিমিয়র খেলে এসে নিভূতবাস না কাটিয়েই মাঠে নামার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। মনে করা হচ্ছে ব্রাজিলের প্রশাসনিক ব্যর্থতায় পয়েন্ট কাটা যেতে পারে নেইমারদের।
photos
TRENDING NOW
3/7
ইটালি বনাম সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত রবির রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। জ্র করেও বিশ্বরেকর্ড করল ইটালি। এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে কোনও দল টানা সবচেয়ে বেশি ম্যাচ অপ্রতিরোধ্য থাকল। ইউরো চ্যাম্পিয়নরা এখন ৩৬ ম্যাচ অপরাজিত। ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল। ২০০৭-২০০৯ সময়ে এই রেকর্ড স্পর্শ করেছিল স্পেন।
4/7
জার্মানি বনাম আর্মেনিয়া
5/7
স্পেন বনাম জর্জিয়া
7/7
ইংল্যান্ড বনাম অ্যান্ডোরা
photos