উত্সবের সময়ে দেশজুড়ে ৩৯২ স্পেশাল ট্রেন চালাবে রেল, জেনে নিন বাংলা পেল কত

Oct 13, 2020, 23:14 PM IST
1/5

করোনা আবহের মধ্যেও উত্সবের সময়ে মহা উদ্যোগ রেলের। আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে মোট ৩৯২টি স্পেশাল ট্রেন চালবে রেল। মঙ্গলবার এমনটাই জানাল রেলমন্ত্রক।

2/5

ওইসব ট্রেনের মধ্যে ৩৩ জোড়া ট্রেন পেল বাংলা।

3/5

বিশেষ ট্রেন হিসেবে ওইসব ট্রেনগুলিতে ভাড়া একটু বেশি হবে। এক্ষেত্রে ১০-৩০ শতংশ ভাড়া বাড়তে পারে। তবে তা নির্ভর করছে যাত্রী কোন শ্রেণির টিকিট কেটেছেন তার ওপর।

4/5

রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দূর্গাপুজো, দশেরা, ছটপুজো ও দেওয়ালির কথা মাথায় রেখে ওইসব ট্রেন চালানো হচ্ছে। ওইসময় যাত্রীদের ভীড় সামাল দিতেই ওইসব ট্রেন চালানো হচ্ছে। 

5/5

ট্রেনগুলির মধ্যে রয়েছে, হাওড়া-জম্মু-তাওয়াই, হাওড়া-রক্সৌল, কলকাতা-গোরক্ষপুর, সাঁতরাগাছি-পুদুচেরি, রাঁচি-হাওড়া-র মতো ট্রেন।  To clear the festive rush, Ministry of Railways has approved 196 pairs (392 trains) of “Festival Special” services over Indian Railways to be operated from 20th October 2020 and 30th November 2020. Zonal Railways will notify their schedule in advance.https://t.co/KaPpD36NtF pic.twitter.com/XlsvHgdGk0 — Ministry of Railways (@RailMinIndia) October 13, 2020