নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের জেরে বদল এসেছে সবেতেই। মাস্ক ও সামাজিক দূরত্ব হয়ে উঠেছে জীবনের অঙ্গ। তবুও এখনও নতুন ভাবে স্বাভাবিক ছন্দে ফেরেনি আগের অনেক কিছুই।
2/5
কিন্তু জার্মানির বার্লিনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই ক্যাটওয়াক করলেন মডেলরা। ফ্যাশন ডিজাইনার আন্জা গোকেলের এই মডেলিংয়ের আসর বসেছিল বিলাসবহুল আডলন কেম্পিন্সকি হোটেলে।
photos
TRENDING NOW
3/5
প্রতি বছর বার্লিনের এই হোটেলেই বসত বার্লিন ফ্যাশন উইকের আসর। কিন্তু এইবার করোনা খাঁড়ায় সে গুড়ে বালি। বার্লিন ফ্যাশন উইকের নতুন ঠিকানা ফ্র্যাঙ্কফর্টে। কিন্তু চিরপরিচিত হোটেলের ধারা বদলাতে চাননি এই ডিজাইনার।
4/5
করোনা আবহেই বাহারি মাস্ক ও পোশাকের ঝলকানিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্জা গোকেলের এই ফ্যাশন শো সম্পূর্ণ হলো।
5/5
তবে বদলটা স্পষ্ট। করোনা যে অনেকটাই আঘাত হেনেছে তা যে কোনও শিল্পের দিকে তাকালে স্পষ্ট। মডেলদের মুখে বাহারি মাস্ক কিংবা সামাজিক দূরত্বের ধারণা হয়তো গত বছর এই সময় কেউ ভাবেননি। কিন্তু আজ ওতোপ্রতভাবে জড়িয়ে গিয়েছে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব।