Uttar Pradesh: কৃষকরা আচমকাই হলেন 'ভালুক'! যে খবরে তোলপাড় গোটাদেশ...

Bear Costume: কৃষকরা এখন বানরদের ভয় দেখানোর জন্য ভালুকের পোশাক পরে তাদের ফসল রক্ষা করছে। উত্তর প্রদেশের কৃষকরা তাদের নিজেদের ফসল নিজেরাই রক্ষার্থে এক অভিনব উদ্যোগ নিয়েছেন।

Jan 17, 2025, 17:54 PM IST
1/6

 জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমরা ছোট থেকেই দেখে আসছি ফসল রক্ষার জন্য কৃষকরা কাকতাড়ুয়া রাখেন। কারণ কাকতাড়ুয়া দেখলে পশুপাখিরা ভয়ে আর ক্ষেতের আশেপাশে ঘেষে না।

2/6

 উত্তর প্রদেশের কৃষকরা তাদের নিজেদের ফসল নিজেরাই রক্ষার্থে এক অভিনব উদ্যোগ নিয়েছেন। গ্রামবাসীরা মিলে টাকা জমিয়ে একটি ভালুকের পোশাক কেনার জন্য, যা কৃষকরা পরে বানরদের ভয় দেখানোর জন্য।

3/6

উত্তর প্রদেশের কৃষকরা তাদের ক্ষেত পাহারা দেওয়ার সময় এই পোশাক পরেন।

4/6

 উত্তর ভারতের লখিমপুর খেরি জেলার ধৌরাহরায় তোলা একটি ভিডিয়োতে দেখা যায়, একজন কৃষক এই পোশাক পরে তাদের সরিষা, ছোলা, গম সহ নানান ধরনের ফসল রক্ষা করছেন।

5/6

কৃষকদের দাবি, বানররা বারবার ক্ষেতের মধ্যে ঢুকে সমস্ত ফসল নষ্ট করে দিচ্ছে। এই বিষয় নিয়ে গ্রামের প্রধান, ব্লক অফিসার এবং বনদপ্তরের কর্মীদের জানালে তাঁরা কোনোরকম পদক্ষেপ নেননি।

6/6

দুধওয়ার ফিলড ডিরেক্টার ললিত ভার্মা জানান, কৃষকদের তাঁরা ট্রেনিং-এর মাধ্যমে উপদেশ দিচ্ছেন তাঁরা কীভাবে তাঁদের ফসল রক্ষা করবে।