Lionel Messi & Argentina In India: বিশ্বজয়ী দলকে নিয়ে মেসি ভারতে! ক্যালেন্ডার দাগিয়ে নিন এখনই, কলকাতা কি পার্বে দর্শন?

Lionel Messi & Argentina In India: বিশ্বজয়ী দলকে নিয়ে ভারতে আসছেন লিয়োনেল মেসি, কবে আর কোথায় খেলবে নীল-সাদা ব্রিগেড  

Jan 17, 2025, 19:02 PM IST
1/5

বিশ্বজয়ী দলকে নিয়ে মেসি ভারতে!

Lionel Messi In India

গত বছর থেকেই শোনা যাচ্ছিল যে, ২০২৫ সালে লিয়োনেল মেসির ভারতে আসার সম্ভাবনা রয়েছে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান একাধিকবার দাবি করেছিলেন যে, তাঁরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বিষয়গুলি চূড়ান্ত করছেন। অবশেষে প্রতীক্ষার অবসান। আনুষ্ঠানিকভাবে মেসি ও তাঁর ভুবনজয়ী আর্জেন্টিনা দলের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল।

2/5

কবে আসছে মেসি এবং তাঁর নীল-সাদা ব্রিগেড?

 Argentine football team’s arrival on Indian soil

২০২২ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিশ্চিত করেছে যে, তারা চলতি বছরের শেষে ভারতে আসছে। তাদের আগমনী বার্তা চলে এসেছে তারিখ নির্ধারণ করেই। অধিনায়ক লিয়ো মেসি-সহ পুরো স্কোয়াড আট দিন ভারতে থাকবে। লা আলবিসেলেস্তে আগামী ২৫ অক্টোবর বন্দর শহর কোচিতে পা রাখবে এবং ২ নভেম্বর তারা ভারত ছেড়ে দেশে ফিরবে।  

3/5

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান কী বলছেন?

Kerala’s sports minister Abdurahiman On Messi

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান মেসিদের আসার খবর নিশ্চিত করেছেন। তিনি কোঝিকোড়ে এক অনুষ্ঠানে বলেছেন, '২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত আট দিন মেসি এবং আর্জেন্টিনা কেরালায় থাকবে। প্রীতি ম্যাচ ছাড়াও তাঁরা আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য ২০ মিনিটের একটি অনুষ্ঠানে অংশ নেবেন।' আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, ভারত সফরে দু'টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা। তবে কেরালায় তারা কাদের মুখোমুখি হবে তা এখনও ঠিক হয়নি।

4/5

এই নিয়ে দ্বিতীয়বার মেসি ভারতে!

 This will be Lionel Messi’s second visit to India

২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে কলকাতায় এসেছিলেন মেসি। সেই সময়ে যুবভারতীতে মেসিরা ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচও খেলেছিলেন। নিকোলাস ওটামেন্ডির একমাত্র গোলে আর্জেন্টিনা ১-০ জিতেছিল ৭০ হাজার দর্শকের সামনে। সেবার মাঠেও নেমেছিলেন লিও। ১৪ বছর পর ফের মেসি আসছেন ভারতে।    

5/5

আর্জেন্টিনা কি তাদের মূল দল নিয়ে ভারতে খেলবে?

Will Argentina play with their main squad?

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর তারা ভারতে থাকবে। যদিও তারা নির্দিষ্ট ভাবে উল্লেখ করেছেন যে মেসি ভারতে আসছেন। তবে বাকি কারা আসছেন তাঁর সঙ্গে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ফিফার ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক বিরতি রয়েছে ৬ থেকে ১৪ অক্টোবর এবং ১০ থেকে ১৮ নভেম্বর ২০২৫ এর মধ্যে পড়ে। অতএব, যেখানে ক্লাবগুলিও আনুষ্ঠানিক ফুটবল খেলার সময়সূচী নির্ধারণ করতে পারে না। মেসি বাদে আর্জেন্টিনার জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই বর্তমানে শীর্ষ পাঁচ ইউরোপীয় লিগের প্রথম পাঁচে রয়েছে। তাই ফুটবল মরসুমের মাঝামাঝি সময়ে তাদের নিজ নিজ ক্লাবগুলি আন্তর্জাতিক বিরতির বাইরে এই খেলোয়াড়দের ছেড়ে দেবে বলে মনে হয় না।