ধরা পড়ল খুনি, কলেজ ছাত্রীকে দিনের আলোয় গুলি করে খুনের কারণ জানাল ধৃত যুবক

Oct 27, 2020, 20:44 PM IST
1/5

ফরিদাবাদে কলেজ ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। জানা গিয়েছিল, তৌসিফ নামের এক যুবক এমন ঘটনা ঘটিয়েছিল। সেই তৌসিফক গ্রেফতার করেছে পুলিস।

2/5

নিকিতা তোমর নামের কলেজ ছাত্রীকে প্রকাশ্যে গুলি করেছিল তৌসিফ। সেই যুবক নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিস।

3/5

ইতিমধ্যে এই ঘটনায় লভ জিহাদের অভিযোগ উঠেছে। নিকিতার পরিবারের এক সদস্য অভিযোগ করেছিলেন, তৌসিফের মা ফোন করে নিকিতাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিত।

4/5

তৌসিফ জানিয়েছে, নিকিতার সঙ্গে অন্য এক যুবকের বিয়ে পাকা হয়ে গিয়েছিল। আর তাই সে রাগের বশে নিকিতাকে গুলি করে। এমনকী ঘটনার আগের দিন রাতে তাঁর সঙ্গে নিকিতার প্রায় এক হাজার সেকেন্ড কথা হয়েছে বলেও পুলিস জানতে পেরেছে।

5/5

নিকিতা সোমবার কলেজে গিয়েছিলেন পরীক্ষা দিতে। পরীক্ষার শেষ হওয়ার পর কলেজের গেটের বাইরে এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখনই তৌসিফ ও আরেক যুবক তাঁকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে শেষে নিকিতাকে গুলি করে পালায় তৌসিফ।